হাওড়া জেলা শাসকের কার্যালয়ে আনুষ্ঠানিক ভাবে পুরস্কৃত করা হলো খ্যাতি অর্জনকারি পুজো কমিটিদের

নতুন গতি, ওয়েব ডেস্ক : আজকে বিশ্ব বাংলা শারদ সম্মান হাওড়া জেলায় যেই সমস্ত দূর্গাপুজো কমিটি গুলো বিভিন্ন বিভাগে খ্যাতি অর্জন করেছিলো তাদেরকে আজ অর্থাৎ ৮ই মে ২০২১ তারিখে আনুষ্ঠানিক ভাবে হাওড়া জেলা শাসকের কার্য্যালয় থেকে পুরস্কৃত করা হয়।এই পুরস্কার বিতরনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাওড়া জেলার অতিরিক্ত জেলা শাসক(ডেভেলপমেন্ট) শ্রী রজত নন্দা(আই.এ.এস),হাওড়া জেলার অতিরিক্ত জেলা শাসক (পঞ্চায়েত)সৌমেন পাল,হাওড়া জেলা তথ্য ও সাংস্কৃতিক দপ্তরের আধিকারিক সৌমাশ্রী পাল,মহকুমা তথ্য ও সাংস্কৃতিক দপ্তরের আধিকারিক নির্মল কুমার বাজানি মহাশয়।হাওড়া জেলার বিশ্ব বাংলা শারদ সম্মান সেরার সেরার হিসাবে পি.ডব্লু.ডি.ফোরাম অফ


    আশা ভবন সেন্টারকে পুরস্কৃত করা হয় এই পুরস্কারটি তুলে দেন হাওড়া জেলা তথ্য ও সাংস্কৃতিক দপ্তরের আধিকারিক সৌমাশ্রী পাল তুলে দেন পি.ডব্লু.ডি.ফোরাম অফ আশা ভবন সেন্টারের দুই সদস্যা পূর্নিমা দৌলুই ও মায়া চক্রবর্তীর হাতে।

    এই দিন পুরস্কার হিসাবে একটা সুদৃশ্য ট্রফি,৫০হাজার টাকার চেক ও মাটির মিষ্টির হাড়ি ছিলো। বিশেষ দস্ট্রব্য এই নিয়ে পি.ডব্লু.ফোরাম অফ আশা ভবন সেন্টার বিগত তিন বছর ধরে হাওড়াা জেলার বিশ্ব বাংলা শারদ সন্মানে সন্মানিত হলো।