বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চের উদ্যোগে, হুগলীর জাঙ্গীপাড়া ব্লকে শীতবস্ত্র বিতরণ ও সংবর্ধনা ঞ্জাপন অনুষ্ঠান

আরিফুল ইসলাম, নতুন গতি, হুগলী: হুগলীর জাঙ্গীপাড়া ব্লকের পুরাতন বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় রবিবার বিকেলে কয়েক হাজার মানুষের উপস্থিতিতে সমাজের বিশিষ্টজন সহ উপস্থিত সাংবাদিকদের বিশেষ সম্মানে সম্মানিত করে অনুষ্ঠান শুরু হয়। সমাজের পিছিয়ে পড়া মানুষের অধিকার আদায়ের দাবিতে উপস্থিত বক্তারা গর্জে ওঠেন। বুদ্ধিজীবী মঞ্চ সবার জন্য উন্মুক্ত। সর্বদা মানুষের পাশে থেকে সাহায্য সহযোগিতা করাই আমাদের মূল উদ্দেশ্য, এমনটাই উপস্থিত বক্তাদের বক্তব্য থেকে উঠে আসে। এদিন মঞ্চের জাঙ্গীপাড়া ব্লক প্রেসিডেন্ট সাকিল আহমেদ (ইজু) কে পাশে নিয়ে অনুষ্ঠান মঞ্চ থেকেই লাঞ্ছিত বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকারবদ্ধ হয়। এই ব্লকের সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা সমাধানের ইজুকে দায়িত্ব নিতে বলেন বুদ্ধিজীবী মঞ্চের রাজ্য সভাপতি ওয়ায়েজুল হক। তিনি আরো বলেন বুদ্ধিজীবী মঞ্চের অন্যতম একটি দিক হল হল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উন্নয়নমূলক কর্মকান্ড মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছে দেওয়া। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজের ভুয়সী প্রশংসা করেন তিনি। আহমেদ হাসান ইমরান বলেন, ফ্যাসিবাদী বিজেপির বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে বাংলা। তাদের কুকর্মের যোগ্য জবাব দিয়েছ বাংলার মানুষ। এক্ষেত্রে বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চের অবদান রয়েছে। নিজেদের অধিকার ছিনিয়ে নিতে হবে। বিজেপির বিরুদ্ধে আরো শক্তিশালী হয়ে রুখে দাঁড়াতে হবে আমাদের।

     

    অনুষ্ঠান শেষে চার শতাধিক মানুষের মাঝে কম্বল তুলে দেওয়া হয়। উদ্যোক্তা সাকিল আহমেদ ইজু দা বলেন, আজকের অনুষ্ঠান থেকে দান নয় কেবল উপহার স্বরুপ সাধারণ মানুষকে আমরা কম্বল বিতরণ করলাম।

     

    উপস্থিত ছিলেন, বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চের রাজ্য সভাপতি ওয়ায়েজুল হক, রাজ্য সভায় প্রাক্তন সাংসদ তথা কলম পত্রিকার সম্পাদক আহমেদ হাসান ইমরান, হুগলী জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ আব্দুল জব্বার, জাঙ্গিপাড়া পঞ্চায়েত সমিতির সভাপতি তমাল শোভন চন্দ্র, উপপ্রধান সামসের মল্লিক, আবু বকর সিদ্দিক খান, অরুণিমা দত্ত ও অনুষ্ঠানের আয়োজোক তথা হুগলী জেলার বুদ্ধিজীবী মঞ্চের জাঙ্গিপাড়া ব্লক প্রেসিডেন্ট সাকিল আহমেদ (ইজু) সহ বিভিন্ন স্তরের কর্মীরা। সমগ্র অনুষ্ঠান সুষ্ঠভাবে সঞ্চালনা করেন শিক্ষক এহতেশাম মামুন।