|
---|
নিজস্ব সংবাদদাতা: গত কয়েকদিন আগে শেষ হয়েছে তৃণমূল কংগ্রেসের ২১ শে জুলাই শহীদ দিবসের মভা সমাবেশ। এরপর চলতি মাসের আগামী ২৯ শে আগষ্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে ঐতিহাসিক ছাত্র সমাবেশকে সামনে রেখে সারা রাজ্যের পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন জায়গায় ইতিমধ্যে শুরু হয়েছে সভা ও তাকে কেন্দ্র করে জোর কদমে চলছে প্রস্তুতি। তৃণমূল ছাত্র পরিষদের প্রতিটি কর্মী ও নেতৃত্ব কোমর বেঁধে ময়দানে নেমে পড়েছেন ২৯ শে আগস্ট প্রতিষ্ঠিত দিবসকে সফল করবার জন্য।
মূলত, পুঙ্খানুপুঙ্খভাবে কলকাতার গান্ধী মূর্তির পাদদেশে তৃণমূল ছাত্র পরিষদের ২৯ শে আগস্ট প্রতিষ্ঠা দিবসকে সফল করার জন্য দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন প্রান্তে ইতিমধ্যে তৃণমূল ছাত্র পরিষদের সভা ও প্রস্তুতি পর্ব চলছে। ঠিক তার পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর ব্লকের নয়াবাজার তৃণমূল কংগ্রেস কার্য্যালয়ে নয়াবাজার তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে মঙ্গলবার প্রস্তুতি সভার আয়োজন করা হয়। এই সভায় উপস্থিত ছিলেন, পশ্চিমবঙ্গ তৃণমূল ছাত্র পরিষদের সম্পাদক কৌশিক সাহা, জেলা তৃণমূল ছাত্র পরিষদের সহ-সভাপতি শুভম সাহা, গঙ্গারামপুর ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি বিপন দাস, গঙ্গারামপুর মহাবিদ্যালয়ের তৃণমূল ছাত্র পরিষদের নেতৃত্ব পৃথ্বীরাজ সিংহ সহ সকল তৃণমূল ছাত্র পরিষদের কর্মীবৃন্দরা।
সভার শেষে উপস্থিত নেতৃত্বরা জানান,”তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে কলকাতার গান্ধী মূর্তির পাদদেশে এক মহাসমাবেশ হতে চলেছে, ঠিক তারই আগে সেই সমাবেশকে সফল করতে ও প্রতিষ্ঠা দিবসকে পালন করার লক্ষ্যে দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন প্রান্তে তৃণমূল ছাত্র পরিষদের তরফে প্রতিষ্ঠা দিবসের জন্য সভার আয়োজন করা হয়েছে। সমস্ত কর্মীরা ইতিমধ্যে কোমর বেঁধে ময়দানে নেমে পড়েছে প্রচার অভিযান ও সমাবেশকে সফল করার লক্ষ্যে। তৃণমূল ছাত্র পরিষদের ২৯শে আগস্ট প্রতিষ্ঠা দিবসকে সামনে রেখে রাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরে আজ আমাদের এই সভা”।