|
---|
রাজু আনসারী, সুতি : জঙ্গিপুর মহকুমায় এই প্রথম মৃত্যু ডেঙ্গুতে। স্বাভাবিকভাবেই এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। সতর্ক প্রশাসনও। ব্লক প্রশাসনকে ডেঙ্গু বিরোধী প্রচার শুরু করেছে। ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে সুতি ২ নম্বর ব্লকের অরঙ্গাবাদ -২ গ্রাম পঞ্চায়েতের খানাবাড়ি গ্রামের গৃহবধূ চামেলি বিবির (৩২)। বুধবার রাতে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে মৃত্যু হয় তাঁর। ২৭ আগস্ট জ্বরে আক্রান্ত হয়ে চামেলি বিবি ভর্তি হন মহেশাইল গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে। সেখান থেকে তাঁকে স্থানান্তরিত করা হয় আহিরণ ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। বুধবার জঙ্গিপুর মহকুমা হাসাপাতালে স্থানান্তরিত করা হলে সেখানে রাতে মারা যান তিনি। তাঁর রক্ত পরীক্ষায় ধরা পড়েছিল ডেঙ্গু।
জানা গিয়েছে, চামেলি বিবির স্বামী চেন্নাইয়ে পরিযায়ী শ্রমিক হিসাবে কাজ করেন। স্ত্রীর মৃত্যুর খবর শুনে সেখান থেকে রওনা দিয়েছেন। প্রসঙ্গত, গোটা রাজ্যেই ডেঙ্গুর বাড়াবাড়ি। বহু মানুষ জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভরতি। সুতি এক নম্বর ব্লকের বিডিও এইচ এম রিয়াজুল হক জানান, সুতি এক নম্বর ব্লকে এখন পর্যন্ত ছ’জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। তাদের চিকিৎসা চলছে। স্বাস্থ্য কর্মীরা বাড়ি বাড়ি প্রচার শুরু করেছে। সুতি দুই নম্বর ব্লকের বিডিও সমীরণ কৃষ্ণ মন্ডল জানান, ব্লকে এখন পর্যন্ত ৩৬ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। তাদের চিকিৎসা চলছে। স্বাস্থ্য কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে জ্বরে আক্রান্ত হলে রক্ত পরীক্ষার পরামর্শ দিচ্ছেন। অরঙ্গাবাদ দুই নম্বর গ্রামপঞ্চায়েতের খানাবাড়ির চামেলি বিবি (৩২) ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গিয়েছেন বলে জানতে পেরেছি। চামেলি বিবি সুতি দুই নম্বর ব্লকের বাসিন্দা হলেও তার স্বামী ভিনদেশে পরিযায়ী শ্রমিকের কাজ করেন। স্বামী ভিনদেশে থাকায় চামেলি বিবি দুই সন্তানকে নিয়ে তার দাদার বাড়ি সুতি এক নম্বর ব্লকের আহিরণে থাকতেন। সেখানেই তিনি ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে মারা গিয়েছেন।