|
---|
নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি : হার হিম ঘটনা নদীতে ভাসছে মৃতদেহ । চাঞ্চল্য এলাকায়। তদন্তে পুলিশ। ঘটনাটি ঘটেছে,
শিলিগুড়ি পুরনিগমের ৪৬ নম্বর ওয়ার্ডের অন্তর্গত নেতাজি কলোনি এলাকায় ।ওই স্থানের মহেশমারি নদী থেকে উদ্ধার করা হয় এক বৃদ্ধের মৃতদেহ। গোটা ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়ায় এলাকায়।
সূত্র মারফত জানা গিয়েছে বৃহস্পতিবার সকালে স্থানীয় এলাকার বাসিন্দারা প্রথমে মৃতদেহটিকে নদীতে ভাসতে দেখতে পায়। খবর জানা জানি হতে ওই এলাকার স্থানীয়রা ভিড় জমায় । পরবর্তী শনাক্তকরণ শুরু করে।এরপর ওই ওয়ার্ড কাউন্সিলর সাথে প্রধাননগর থানার পুলিশকে ঘটনার খবর দেওয়া হয়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায়, এরপর মৃতদেহটিকে উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানোর ব্যাবস্থা করে। তবে মৃতের নাম-পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।