কলকাতায় প্রকাশিত হলো কন্যাশ্লোক পত্রিকা

পারিজাত মোল্লা : মৌনমুখর সাহিত্য পত্রিকা-র একটি উদ্যোগ আজ শিয়ালদহ কৃষ্ণপদ ঘোষ মেমোরিয়াল হল-এ ( ৫৫ নং সূর্য সেন স্ট্রিট) ” কন্যাশ্লোক” পত্রিকার তৃতীয় বর্ষের পঞ্চম সংখ্যার মোড়ক উন্মোচনের অনুষ্ঠান অনুষ্ঠিত হলো।অনুষ্ঠানের প্রধান অতিথির আসন অলংকৃত করেছেন ” মনন ” এর কর্ণধার তথা বিশিষ্ট বাচিক শিল্পী শ্রী পার্থ বসু ও বিশিষ্ট বাচিক শিল্পী শ্রীমতি রাতুলা বসু । অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগীতা বরুয়া, সেফালী দেবনাথ, মিনু রায় , সম্পা গুহ , বাচিক শিল্পী অন্তরা সিংহরায় প্রমুখ।

    কন্যাশ্লোক পত্রিকার সভাপতি সন্দীপ রায় ও সম্পাদক পত্রালি গুহ বিশিষ্ট গুণীজনদের হাতে কন্যাশ্লোক পত্রিকাটি তুলে দেন। পত্রিকার পক্ষ থেকে অতিথিদের বরণ করে নেওয়া হয় ।অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ- মনন বাচিক সংস্থার পক্ষ থেকে শ্রুতিনাটক পরিবেশিত হয়।
    পত্রিকা প্রকাশ, বক্তব্য ,আবৃত্তি, কবিতা কোলাজ, গান ,কবিতা পাঠে জমজমাট ছিল আজকের অনুষ্ঠান। অনুষ্ঠানে দর্শকের উপস্থিত ছিল নজরকাড়া । বিভিন্ন জেলা থেকে প্রায় ৬০ জন কবি ও শিল্পীগণ উপস্হিত ছিলেন।