|
---|
নিজস্ব সংবাদদাতা : ফের অন্যতম সেরার স্বীকৃতি কলকাতা বিশ্ববিদ্যালয়ের। বেসরকারি এক সংস্থার সমীক্ষায় সারা দেশের মধ্যে ছয় নম্বর স্থানে জায়গা করে নিল কলকাতা বিশ্ববিদ্যালয়। পড়ুয়াদের পিএইচডি ডিগ্রি করানোর ক্ষেত্রে সারা দেশের মধ্যে দ্বিতীয় স্থানে কলকাতা বিশ্ববিদ্যালয়। পেটেন্ট দেওয়ার ক্ষেত্রেও সারা দেশের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়।ইন্ডিয়া টুডে দ্বারা প্রকাশিত ভারতের সেরা বিশ্ববিদ্যালয় সমীক্ষা ২০২২ এর, ১৫ অগাস্ট, ২০২২ ইস্যুতে, কলকাতা বিশ্ববিদ্যালয় ভারতের সমস্ত বিশ্ববিদ্যালয়ের মধ্যে ষষ্ঠ স্থানে রয়েছে। উল্লেখ্য, এই সমীক্ষায় কলকাতা বিশ্ববিদ্যালয় ভারতের সমস্ত রাষ্ট্রীয় সাহায্যপ্রাপ্ত বিশ্ববিদ্যালয়ের মধ্যে সর্বোচ্চ স্থানে রয়েছে। কলকাতা বিশ্ববিদ্যালয় সূত্রের খবর, ভারতের সমস্ত সরকারি বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে ‘গত ৩ বছরে সর্বোচ্চ সংখ্যক পিএইচডি করানোর’ বিষয়ে দ্বিতীয় স্থানে রয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়।এছাড়াও, দেশের সমস্ত সরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ‘গত ৩ বছরে সর্বোচ্চ সংখ্যক পেটেন্ট প্রদান’ বিভাগেও দ্বিতীয় স্থানে রয়েছে এই বিশ্ববিদ্যালয়। কলকাতা বিশ্ববিদ্যালয় সমস্ত ভারতীয় সরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ‘কেরিয়ার প্রগ্রেশন এবং প্লেসমেন্ট’ বিভাগে তৃতীয় সর্বোচ্চ স্কোরেরও অধিকারী।