একদম খেলার ছলে, হাতে কলমে ভৌত বিজ্ঞানের জটিল বিষয় গুলি অত্যন্ত সহজে উপস্থাপন করে আসছেন শিক্ষক সৌম্য সেনগুপ্ত

নিজস্ব সংবাদদাতা : “বিজ্ঞানকে বই এর পাতায় বন্দি করে রাখব না। যা জানি না জেনে নেব, জানি যা তা ছড়িয়ে দেব..” এই রকম একটি চিন্তা ভাবনা নিয়ে একদম খেলার ছলে, হাতে কলমে ভৌত বিজ্ঞানের জটিল বিষয় গুলি অত্যন্ত সহজে উপস্থাপন করে আসছেন শিক্ষক সৌম্য সেনগুপ্ত।

     

    এক গুচ্ছ বেলুন, কাচের শিশি, জার, টেস্টটিউব, সহ নানা সাদামাটা জিনিস দিয়ে যে কত অদ্ভুত সুন্দর মজার ঘটনা দেখে বিজ্ঞানের নিয়ম কে বোঝা যায় সেটা এই অনুষ্ঠান না দেখলে হয়তো বোঝা যেত না, এদিন অবাক হয়ে দেখল শিশুরা বাঁকুড়ার রাধানগর বোর্ড প্রাথমিক বিদ্যালয়ের শিশুরা। যেমন বিশেষ ধরনের পাথরের ভাসা কিংবা ঘন করে গাঁথা পেরেকের চেয়ারের উপর বসার মধ্যে যে সুন্দর বিজ্ঞান লুকিয়ে আছে তার হদিশ শিশুরা হাতেকলমে বুঝে নিল।খেলার ছলে শিশুরা যেটাই করে সেই জিনিসটা তাদের মনের মধ্যে গেঁথে যায় ফলেই খেলার ছলে শেখানো যে কোন জটিল বিষয় শিশুরা মনে রাখতে পারে অনেকদিন। গণিত এবং বিজ্ঞানের মত বিষয়গুলি ঠাসা রয়েছে জটিল জটিল তত্ত্ব এবং সূত্র দিয়ে, যা শিশু মনে ভয় সৃষ্টি করে কিন্তু কয়েকটি সরঞ্জাম এবং পুঁথিগত বিদ্যা থেকে বেরিয়ে এসে যদি হাতে-কলমে খেলার ছলে শিশুদের শেখানো হয় তাহলে সেই ভয় পরিণত হয়ে যায় শেখার আনন্দে৷ঠিক একইভাবে বাঁকুড়ার রাধানগর বোর্ড প্রাথমিক বিদ্যালয় এর শিক্ষক সৌম্য সেনগুপ্ত দীর্ঘদিন ধরে চালিয়ে যাচ্ছেন এই ধরনের হাতে-কলমে কর্মশালা যাতে শিশুরা কিছুটা বিজ্ঞানমনস্ক হয়ে বিজ্ঞানকে ভয় না পেয়ে বিজ্ঞানকে ভালবাসতে শেখে।