|
---|
রাহুল রায়, পূর্ব বর্ধমান: পূর্ব বর্ধমানের কাটোয়া ১নং ব্লকের আলমপুর গ্ৰাম পঞ্চায়েত গাঁফুলিয়া প্রাইমারী স্কুলে ”স্পিড” NGO সেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে রক্ত (hiv) পরীক্ষা শিবির অনুষ্ঠিত হলো মঙ্গলবার। এলাকার মানুষজন, যারা দীর্ঘদিন কর্মসূত্রে অন্য রাজ্যে থাকেন তাঁর এবং তাঁদের স্ত্রীরা এই শিবিরে অংশ নিয়ে রক্ত পরীক্ষা করেন। পুরুষ এবং মহিলা নিয়ে মোট ৬২ জন রক্ত পরীক্ষা করেন। পুরুষ ছিল ৩৯ জন, মহিলা ছিল ৫ জন। এলাকাবাসীরা এইরকম উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।