|
---|
দেবজিৎ মুখার্জি: “জ্ঞানবাপী মসজিদ মামলা আদালতের বাইরে নিষ্পত্তি হবেনা” বৃহস্পতিবার এই কথা স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন হিন্দুপক্ষের আইনজীবী বিষ্ণু শঙ্কর জৈন।
তিনি বলেছেন, “এর কোনও আইনি মূল্য নেই। সিপিসিএর ২৩ নম্বর আদেশে স্পষ্ট করে বলা হয়েছে যতক্ষণ পর্যন্ত সব পক্ষ একমত না হয় ততক্ষণ পর্যন্ত কোনও আপোস করা যাবে না। দেশে ও সমাজ সংক্রান্ত বিষয়ে- যেখানে সমগ্র সমাজকে জড়িয়ে কোনও এক প্রতিনিধি মামলা দায়ের করে সেখানে এই বিষয় সম্ভব নয়। কোনও একজন ব্যক্তি একটি নির্দিষ্ট দল যদি একা একা এই সিদ্ধান্ত নেয় বা আদালতের বাইরে মামলার নিষ্পত্তি করতে চায় তাহলে তারা তা পারে না। সুতরাং আদালতের বাইরে নিষ্পত্তির এই উদ্যোগ সিপিসির অধীনে সম্ভব নয়। কারণ এটি আইনত সম্ভব নয়। আমাদের পক্ষ বা ক্লায়েন্টদের কেউই নিষ্পত্তির জন্য প্রস্তুত নয়।”
তিনি আরো বলেন, “আমি জিজ্ঞাসা করতে চাই মীমাংসা বা সমঝতা কিভাবে হবে? একটি আপোস তখই সম্ভব যখন আপনি কিছু অধিকার ছেডে দিতে রাজি থাকেন। অন্য ব্যক্তিও তাদের কিছু অধিকার ছেড়ে দেয়। এখানে আমরা একটুও ছাড়তে প্রস্তুত নই। ব্যারিকেডের ভিতরে ইঞ্চি জমিও আমরা দিতে রাজি নই। আমরা ব্যারিকেডের ভিরতে পুরো জমি চাই। যেভাবে একটি মন্দির কমপ্লেক্সকে এতদিন ধরে মসজিদ হিসেবে ব্যবহার করা হয়েছে তা অত্যান্ত নিন্দনীয়। মুসলিমদের উচিৎ এরজন্য ক্ষমা চেয়ে নেওয়া। তাই আপোসের কোনও প্রশ্নই ওঠেনা।”