|
---|
দেবজিৎ মুখার্জি, কলকাতা: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র মৃত্যুর তদন্তের দাবি করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও ভাঙ্গরের বিধায়ক তথা আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকী।
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বক্তব্য, “যাদবপুরের পড়ুয়া মৃত্যুর ঘটনায় কাশ্মীরের এক ছাত্রকে গ্রেপ্তার করা হয়েছে। এই ছেলেটিকে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট দিল কে? কীভাবে ওই ছাত্র ওবিসি এ সার্টিফিকেট পেল? সে এই সার্টিফিকেট পাওয়ার আওতাধীন নয়। একাধিক রাজ্যের যোগ প্রতিষ্ঠিত হয়েছে। এই ঘটনা সিবিআই ও এনআইএ তদন্তের জন্য উপযুক্ত। যখন কোনও ঘটনায় একাধিক জেলার যোগ থাকে, তখন তদন্ত রাজ্য পুলিশ করে। একইভাবে যখন একাধিক রাজ্য বা দেশের নাম উঠে আসে, তখন তার তদন্ত সিবিআই বা এনআইএ’র করা প্রয়োজন।”
অন্যদিকে, বৃহস্পতিবার নদিয়ার রানাঘাটে নিহত ছাত্রের মামাবাড়িতে যান নওশাদ সিদ্দিকী। স্বজনহারা পরিবারের সদস্যদের সঙ্গে কথা হয় তাঁর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সুবিচারের আরজি জানান আইএসএফ বিধায়ক।
তিনি বলেন, “ব়্যাগিংয়ে যার প্রাণ গিয়েছে সে মেধাবী। যারা এই ঘটনায় গ্রেপ্তার হয়েছে তারাও মেধাবী। তাহলে কারা ব়্যাগিংয়ে উসকানি দিচ্ছে? কোন চক্রের সঙ্গে ওরা যুক্ত হচ্ছে, তা তদন্ত করে দেখা হোক।”