|
---|
অমিয় ঘোষ,মালদা :-পশ্চিমবঙ্গের মালদা জেলার সাথে সারা রাজ্য জুড়ে চলছে লকডাউন আর এই লকডাউন এ মালদা মেডিকেল কলেজ হাসপাতাল ক্যম্পাসে বেশ কয়েকদিন গরিব দুঃস্থ রুগীর পরিবার থেকে চিকিৎসা করতে আসা পরিবারের হাতে কিছু খাবার তুলে দেন মালদা জেলা তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা। আজ ৯তম দিনে মালদা জেলা তৃণমূল ছাত্র পরিষদ কর্তৃক আয়োজিত কমিউনিটি কিচেন।উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মন্ত্রী সাবিনা ইয়াসমিন এছাড়াও উপস্থিত ছিলেন জেলা ছাত্র সভাপতি প্রসূন রায়, ছাত্র নেতা শুভময় তালুকদার, অমিত শেখ সহ অন্যান্য নেতৃত্ব।
আজকের কমিউনিটি কিচেন থেকে দুই শতাধিক রোগীর পরিজনদের মাংস,ভাত খাওয়ানো হল।
এই বিষয়ে মাননীয়া মন্ত্রী সাবিনা ইয়াসমিন বলেন, প্রসূন রায়ের নেতৃত্বে মাননীয়া মুখ্যমন্ত্রীর নির্দেশে খুব ভালো কাজ করে চলেছেন।
এই প্রসঙ্গে জেলা সভাপতি প্রসূন রায় বলেন, মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সারা জেলা জুড়ে আমাদের কমিউনিটি কিচেন চলছে।