|
---|
নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর: মেদিনীপুরে বিভিন্ন সংগঠনের উদ্যোগে যথাযোগ্য শ্রদ্ধা ও মর্যাদার সঙ্গে পালিত হলো শহীদ ক্ষুদিরাম বসুর ১২৩ তম আত্ম বলিদান দিবস। হবিবপুর, ক্ষুদিরাম মোড়ে,
আমতলা পার্ক সহ সর্বত্র শ্রদ্ধা জানানো হলো বীর শহিদকে।এদিন সকালে মেদিনীপুর শহরের ক্ষুদিরাম মোড়ে মেদিনীপুর সংস্থার পক্ষ থেকে ক্ষুদিরামের মূর্তিতে মাল্যদান ও সংক্ষিপ্ত আলোচনার মধ্য দিয়ে দিনটি পালিত হয় উপস্থিত ছিলেন সংস্থার বর্ষীয়ান সদস্য অধ্যাপক মন্টুরাম দাস, রেক্টর নন্দদুলাল ভট্টাচার্য, সংস্থার পশ্চিম মেদিনীপুর জেলা সম্পাদক মৃত্যুঞ্জয় সভাপতি মানিক চন্দ্র ঘাঁটা কোষাধ্যক্ষ অরূপ কুমার দাস, সহ-সম্পাদক অমিতাভ দাস, পরিচালন সমিতির সদস্য সুদীপ কুমার খাঁড়া, বিশ্বজিৎ সাউ, আজীবন সদস্য অম্বরীশ বেরা,সোনালী ঘাঁটা,ইন্দ্রদীপ সিনহা সহ অন্যান্য বিশিষ্টজনেরা। এদিন সকালে বঙ্গীয় সাক্ষরতা সমিতি ও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জন্ম বার্ষিকী উদযাপন কমিটির পক্ষ থেকে যৌথ ভাবে মেদিনীপুর শহরের ক্ষুদিরাম মোড়ে ক্ষুদিরামের মূর্তি ও শহরের উপকন্ঠে আমতলা পার্কে অবস্থিত ক্ষুদিরামের পুষ্পার্ঘ্য অর্পণ ও আলোচনার মধ্য দিয়ে দিনটি পালন করা হয়।উপস্থিত ছিলেন তাপস সিনহা,প্রভাত ভট্টাচার্য, সুকুমার আচার্য
নন্দদুলাল ভট্টাচার্য, বিপদতারণ ঘোষ, ডাঃ দেবব্রত চাটার্জী,পাপিয়া চৌধুরী, বাবুলাল শাসমলসহ অন্যান্যরা।
এছাড়া এদিন বামপন্থী ছাত্র যুব সংগঠন এস এফ আই ও ডিওয়াইএফআই এর পক্ষ থেকে মেদিনীপুর শহরের বিভিন্ন স্থানে অবস্থিত ক্ষুদিরাম গুলোতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। মেদিনীপুর ডট্ ইনের পক্ষ থেকেও দিনটি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। এছাড়া এআইএসএফ, এআইওয়াইএফ, ডিএসও’র পক্ষ থেকেও দিনটি পালন করা হয়। মেদিনীপুর সদর ব্লকের চুয়াডাঙ্গা হাইস্কুলে ক্ষুদিরামের প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে দিনটি পালিত হয়। মাল্যদান করেন প্রধান শিক্ষক শুভেন্দু সিনহা, সহকারী প্রধান শিক্ষক মাতুয়ার মল্লিক, শিক্ষক সুদীপ কুমার খাঁড়া, পরিচালনা সমিতির সদস্য ইমদাদুল পাঠান সহ অন্যান্যরা। এছাড়াও বিভিন্ন সংগঠন, বিদ্যালয়ের উদ্যোগে দিনটি পালিত হয়।