|
---|
নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রাম*: মঙ্গলবার সকালে ক্ষুদিরামের আত্মবলিদান দিবস ও জন্মাষ্টমী উপলক্ষ্যে চারাগাছ রোপণ করা হলো সুবর্ণ রৈখিক ভাষা ও সংস্কৃতি চর্চা বিষয়ক সমাজ মাধ্যম গ্রুপ “আমারকার ভাষা আমারকার গর্ব ” এর উদ্যোগে। এদিন সকালে ঝাড়গ্রাম জেলার কুলটিকরির পাটাশোলে কদম, কাজু ও সেগুন এই তিন ধরনের বেশ কিছু গাছ লাগিয়ে দিনটি উদযাপন করা হয়।উপস্থিত ছিলেন গ্রূপের এডমিন রেলওয়ে কর্মী বিশ্বজিৎ পাল, মডারেটর শিক্ষক সুমন মন্ডল ও বৃক্ষপ্রেমী গৌরসাধন দাসচক্রবর্তী l