খড়্গপুর আই আই টির অধ্যাপকের সহযোগিতায় দুঃস্থদের হাতে পূজার পোশাক তুলে দিল ফেসবুক গ্রুপ

নিজস্ব সংবাদদাতা, নতুন গতি, ঝাড়গ্রাম:কোভিড ১৯ প্রভাবে বিশ্বজোড়া মহামারী করোনার সংকটকালে আবারও দুঃস্থ মানুষের পাশে দাঁড়াতে এগিয়ে এলো সমাজ মাধ্যম গ্রুপ “আমারকার ভাষা, আমারকার গর্ব”।করোনা করোনা আবহে আসন্ন শারদোৎসবকে সামনে রেখে আর্থিক দিক পিছিয়ে থাকা কিছু শিশুর মুখে হাসি ফোটাতে খড়্গপুর আই আই টির অধ্যাপক ড.ভানুভূষণ খাটুয়ার সহযোগিতায় এবং সুবর্ণরৈখিক ভাষা ও সংস্কৃতি চর্চা বিষয়ক ফেসবুক গ্রুপ “আমারকার ভাষা,আমারকার গর্ব”-এর ব্যবস্থাপনায় শনিবার বিকেলে ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর ২ নং ব্লকের হাতিডাঙ্গা গ্রামে আয়োজিত এক কর্মসূচিতে স্থানীয় ২০ জন শিশু ও বয়স্ক মানুষের হাতে নতুন পোশাক তুলে দেওয়া হয়।

    এদিনের এই কর্মসূচিতে অধ্যাপক ড.খাটুয়া ছাড়াও গ্রুপের পক্ষ থেকে উপস্থিত ছিলেন বিশ্বজিৎ পাল,স্বরূপ কামিল্যা, তরুণ নন্দ, পঙ্কজ সুর, কিশোর রক্ষিত, অতনু সিনহা, প্রাণকৃষ্ণ সিনহা গুনধর বধূক, প্রদীপ জানা, সৌমেন পাল, চিন্ময় সেনাপতি, দীপকুমার সেনাপতি, সুমন জানা, রথিকান্ত মাইতি, কৌশিক রক্ষিত প্রমুখ। মেদিনীপুর থেকে গ্রুপের পক্ষে শিক্ষক সুদীপ কুমার খাঁড়া জানান, বিগত দিনে তাঁরা তাঁদের গ্রুপের সদস্য-সদস্যা ও শুভানুধ্যায়ীদের সহযোগিতায় সমাজসেবা ও পরিবেশ সচেতনতা বিষয়ক নানা কাজ করেছেন এবং আগামীদিনেও করতে চান। পাশাপাশি তাঁরা এদিনের কর্মসূচিতে সামগ্রিক সহযোগিতা করার জন্য অধ্যাপক ভানুভূষণ খাটুয়াকে ধন্যবাদ জানিয়েছেন।