শিলিগুড়িতে কেমিক্যাল ট্যাংকারে আগুন, এলাকা জুড়ে চাঞ্চল্য!

নিজস্ব সংবাদদাতা, নতুন গতি, শিলিগুড়ি: আজ শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তরর্গত ফাঁসিদেওয়া ব্লক এলাকার বিধাননগরে মুরালিগঞ্জে ৩১নং জাতীয় সড়কের উপর একটি দশ চাকার কেমিক্যাল বোঝাই ট্যাংকারে আগুন লাগার ঘটনায় এলাকা জুড়ে ব্যপক চাঞ্চল্য ছড়ায়। যদিও এই ঘটনায় কোনও হতাহতের খবর মেলেনি।

    জানা গিয়েছে, আজ ভোরে অচমাই স্থানীয়রা আগুনের লেলিহান শিখা দেখতে পান। এরপর জনতা রাস্তায় বেরিয়ে পড়েন। দেখেন, একটি গাড়ি দাউদাউ করে জ্বলছে। স্থানীয়রাই খবর দেন পুলিশ ও দমকলে এবং এই ঘটনার খবর পেয়ে ততক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও দমকল।

    অপরদিকে এই ঘটনার জেরে শিলিগুড়ি থেকে কলকাতাগামি ৩১নং জাতীয় সড়ক সম্পূর্ণ বন্ধ হয়ে যায় এবং শিলিগুড়ি থেকে ১টি ও মাটিগাড়া স্টেশন থেকে ২টি ইঞ্জিনের প্রচেষ্টায় এরপর ঘন্টাখানেকের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

    ট্যাঙ্কারে ভারি কেমিক্যাল বোঝাই থাকায় কোন কারন বসত আগুন লাগে বলে দমকল কর্মীদের অনুমান। তবে কী কারনে আগুন ধরেছে, এ বিষয়ে বিস্তারিত খতিয়ে দেখবে দমকল আধিকারিকরা। এরপর বিধাননগর থানার তৎপরতায় যানজট নিয়ন্ত্রণে আসে।