|
---|
নিজস্ব সংবাদদাতা,শাসন : উঃ চব্বিশ পরগনা জেলার বারাসাত -২ নং ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি শ্রী শম্ভুনাথ ঘোষ এর নেতৃত্বে একক ভাবে সমস্ত গ্ৰাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও তিনটি জেলা পরিষদ দখল করেছে তৃণমূল কংগ্রেস। উল্লেখ্য ভোটের কয়েকদিন আগে মাতৃবিয়োগ হওয়া সত্ত্বেও দলের অন্তঃপ্রাণ ব্লক সভাপতি যে কৃতিত্ব অর্জন করেছে তা প্রশংসিত হচ্ছে জনমানসে। বৃহস্পতিবার সন্ধ্যায় ব্লক কার্যালয়ে সভাপতিকে সম্বর্ধনা জ্ঞাপনে উপস্থিত থেকে সভাপতির ভুয়সী প্রশংসা করেন সদ্য পুনঃনির্বাচিত ৩৮ নং জেলা পরিষদের প্রার্থী তথা বিদায় বোর্ডের কর্মাধ্যক্ষ বিশিষ্ট শিক্ষক নেতা একেএম ফারহাদ। তিনি বলেন দলের অন্তঃপ্রাণ এই মানুষটি যে নিষ্ঠা ও দায়িত্ব নিয়ে ব্লক তৃণমূল কংগ্রেসকে আগলে রেখেছে তা কর্মীদের উদ্দীপ্ত করতেই যথেষ্ট। তার নেতৃত্বেই আগামী দিনে ব্লক তৃণমূল কংগ্রেস আরও সাফল্যের শিখরে পৌছাবে বলে তিনি মন্তব্য করেন।উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্লক নেতৃত্ব মানস কুমার ঘোষ,মনোয়ারা বিবি, ইফতেখার উদ্দিন, আব্দুল মান্নান আলি,আছের আলি মল্লিক, মনিরুল ইসলাম(মনি),এসরাইল সহ সমস্ত অঞ্চলের নেতৃত্বরা।