|
---|
নিজস্ব সংবাদদাতা, ডেবরা: শতাব্দী প্রাচীন বামপন্থী শিক্ষক সংগঠন নিখিলবঙ্গ শিক্ষক সমিতি (এবিটিএ ) করোনা আবহে ও আমফান বিপর্যয় পরবর্তী সময়ে আবারও সাধারণ মানুষের পাশে দাঁড়াতে এগিয়ে এলো। এবিটিএ পশ্চিম মেদিনীপুর জেলা শাখার অন্তর্গত খড়্গপুরর মহকুমার ডেবরা দক্ষিণ আঞ্চলিক শাখার উদ্যোগে ডুয়া প্রাথমিক বিদ্যালয় ও ডিঙ্গল প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত ত্রাণ বিতরণ শিবিরে স্থানীয় এলাকার ১৯০ টি পরিযায়ী শ্রমিক ও দুঃস্থ পরিবারের হাতে ত্রাণ হিসেবে নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়।
এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সম্পাদক বিপদ তারণ ঘোষ, আঞ্চলিক শাখার সভাপতি আশিষ পাত্র , সম্পাদক প্রবীর হড়, জেলা নেতৃত্ব প্রদীপ সিংহ মহাপাত্র, জগন্নাথ খান,বুলু অধিকারী প্রমুখ শিক্ষক নেতৃত্ব ও সংগঠনের অন্যান্য শিক্ষক–শিক্ষিকা ও শিক্ষাকর্মী বৃন্দ।