|
---|
নতুন গতি, নিজস্ব প্রতিবেদন:-
অল বেঙ্গল ইয়ুথ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা পূর্বেই সিদ্ধান্ত নিয়েছিডলাম যে প্রত্যেকটি জেলা থেকে (মাননীয়/মাননীয়া) বিধায়ক,সাংসদ,এবং রাজ্যের মন্ত্রীগনকে সংগঠনের পক্ষ থেকে লকডাউন পরিস্থিতিতে 2013 সালের মাননীয়া মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতির কথা ও যুবশ্রীদের আর্তনাদের কথা উনাদের স্মারকলিপি আকারে প্রদান করবো। 12.07.2020 সেই কর্মসূচি প্রথম দিন বাঁকুড়া জেলা কমিটির দ্বারা শুভসূচনা করলাম অর্থাৎ আমরা বাঁকুড়া জেলায় আমাদের সংগঠনের জেলা ও রাজ্য নেতৃত্ব মিলে
মাননীয় মন্ত্রী শ্যামল সাঁতরা মহাশয় (বিধায়ক)কোতুলপুর বিধানসভা,(রাষ্ট্রমন্ত্রী)পঞ্চায়েত, গ্রামোন্নয়ন, জনস্বাস্থ্য কারিগরি দপ্তর(পশ্চিমবঙ্গ সরকার) উনার সঙ্গে দীর্ঘ পর্যালোচনার মাধ্যমে আমাদের দাবি দাওয়া সংগঠনের পক্ষ থেকে উনার নিকট লিখিতভাবে স্মারকলিপি আকারে প্রদান করলাম। ওনাকে সংগঠনের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ যে উনি আমাদের আর্তনাদের কথা খুবই মনোযোগ সহকারে শুনে এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে উনি রাজ্য সরকার এবং সংশ্লিষ্ট বিভাগীয় দপ্তর এবং দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রীর সঙ্গে আলোচনা করে বিষয়টি পর্যালোচনার আশ্বাস দিয়েছেন