কৃষ্ণনগর জেলা পুলিশের উদ্যোগে বিভিন্ন থানার “জল বাঁচান জীবন বাঁচান” দিবস পালন কর্মসূচি।

মঞ্জুর মোল্লা, কৃষ্ণনগর। কৃষ্ণনগর পুলিশ জেলার বিভিন্ন থানার উদ্যোগে “জল বাঁচাও দিবস” পালন করা হয়। এই প্রচার অনুষ্ঠানে বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রী শিক্ষক-শিক্ষিকা, প্রশাসনিক আধিকারিক,পঞ্চায়েত প্রধান ও সদস্যবৃন্দ, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ দের নিয়ে পথসভা ও রোড ৱ্যালির মাধ্যমে জলের গুরুত্ত্ব ও জলের অপচয় বন্ধ করার জন্য সাধারণ মানুষকে সচেতন করা হয়।জল দিবস সারা রাজ্যে পালিত হচ্ছে সাথে নদিয়ার চাপড়া, রেখে জল বাঁচাও দিবস উদযাপন হল সাথে এদিন কে সামনে রেখে মহাসমারোহের শহিত এই দিনকে সামনে রেখে জল বাঁচাও দিবস উদযাপন হল নদীয়ার চাপড়া ব্লক চত্বরে।চাপড়া পুলিশ প্রশাসনের উদ্যোগে এলাকার কন্যাশ্রী কিশোরী, ছাত্র-ছাত্রী স্বাস্থ্য কর্মী ও ব্লক কর্মীদেরকে নিয়ে একটি সুসজ্জিত রেলির আয়োজন করা হয়। এই রেলিতে পা মেলান চাপড়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক নাদিম আখতার ও চাপড়া পঞ্চায়েত সমিতির সভাপতি সাবিনা ইয়াসমিন মন্ডল সহ অন্যান্য বিশিষ্টজনেরা। আজকের এই রেলি ইসলামগঞ্জ হাই মাদ্রাসা এলাকা পরিক্রমা করে চাপড়া বিডিও অফিস প্রাঙ্গণে এসে সমাপ্ত হয়। এবং সবশেষে রেলিতে অংশগ্রহণ কারীদের নিয়ে একটি শপথ বাক্য পাঠ করানো হয় ,যাতে করে পরিবেশে জল বাঁচানোর জন্য যেসব করণীয় তা করতে হবে জল অপচয় সম্পর্কে বিভিন্ন আলোচনা হয়।জল বাঁচান জীবন বাঁচান কে সামনে রেখে কিভাবে জল ব্যবহার করতে হবে সেসব সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়।শাওয়ারে স্নান করা চলবে না বালতিতে জল ভর্তি করে স্নান করতে হবে বৃষ্টির জল ধরে রাখতে হবে এইসব বিভিন্ন আলোচনা আলোচিত হয়।