|
---|
সাকিলমোল্লা,নতুনগতি,বসিরহাট: আগামীকাল জন্মাষ্টমীর পূর্ণ তিথি। এই তিথিতে জন্ম হয় বাবালোকনাথের ।এই উপলক্ষ্যে কাঁকড়ার লোকনাথ মন্দির প্রান্তসহ বিভিন্ন স্থানে ভক্তদের ভীড়। স্টেশনে ও আজ ভীড় ছিল চোখে পড়ার মতো। এই উপলক্ষ্যে আজ কয়েকটি ট্রেন বাড়তি চলছে। পূণ্যর্থীরা আনন্দের সাথে মেলায় ঘুরছে। আগামী কাল ও চলবে এই মেলা।মেলা শেষে পূর্নাথিরা আবার বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দেবে মেলার পরের দিন। এই মেলা খুব প্রাচীন মেলা। এতে প্রচুর মানুষের সমাগম ঘটে। বলাবাহুল্য এখানে হিন্দু মুসলিম উভয় সম্প্রদায় এর মানুষের ভীড় বেশ চোখে পড়ার মতো।