|
---|
আজহারউদ্দিন : হুগলী জেলার খানাকুল থানার ঘোষপুর ইয়ং বেঙ্গল স্পোর্টিং ক্লাবের পরিচালনায় ঘোষপুর রামপ্রসাদ পল্লীশ্রী গার্লস স্কুলের ময়দানে একদিবসীয় ভলিবল টুর্নামেন্ট আয়োজন করা হয়। এদিন খেলোয়াড়দের উৎসাহ দিতে উপস্থিত ছিলেন আরামবাগ গার্লস কলেজের অধ্যাপক হাসমত আলী খান, শিক্ষাবিদ কুরবান আলী খান, স্থানীয় প্রধান সেখ হায়দার আলী, পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাসুদেব গোস্বামী,, ঘোষপুর পল্লীশ্রী গার্লস স্কুলের সভাপতি নজরুল ইসলাম খান, ক্লাব সম্পাদক রাজীব খান, কাজল ঘোষাল,মুন্সী মিরাজুল ইসলাম,মোবারক খান, আরশেদ আলী খান,আজিজুল মল্লিক, বাপ্পাদিত্য মন্ডল,সহ সমাজের বিশিষ্টজনেরা।
হুগলী জেলার খানাকুল থানার ঘোষপুর ইয়ং বেঙ্গল স্পোর্টিং ক্লাবের পরিচালনায় ঘোষপুর রামপ্রসাদ পল্লীশ্রী গার্লস স্কুলের ময়দানে একদিবসীয় ভলিবল টুর্নামেন্ট আয়োজন করা হয়। এদিন খেলোয়াড়দের উৎসাহ দিতে উপস্থিত ছিলেন আরামবাগ গার্লস কলেজের অধ্যাপক হাসমত আলী খান, শিক্ষাবিদ কুরবান আলী খান, স্থানীয় প্রধান সেখ হায়দার আলী, পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাসুদেব গোস্বামী,, ঘোষপুর পল্লীশ্রী গার্লস স্কুলের সভাপতি নজরুল ইসলাম খান, ক্লাব সম্পাদক রাজীব খান, কাজল ঘোষাল, মুন্সী মিরাজুল ইসলাম,মোবারক খান, আরশেদ আলী খান,আজিজুল মল্লিক, বাপ্পাদিত্য মন্ডল,সহ সমাজের বিশিষ্টজনেরা।