|
---|
দিজা খাতুন : ২৮ অক্টোবর ২০২০ বুধবার মুর্শিদাবাদের কাবিলপুর হাইস্কুলে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সংবর্ধনা অনুষ্ঠান। ডাক্তারি পড়ার সুযোগ পাওয়া সাগরদীঘি ব্লকের সাত জন অভাবী দুস্থ ছাত্র-ছাত্রী ও একজন জয়েন্ট বিডিও পদে আসীন হতে যাওয়া গুণীজনকে সংবর্ধনা প্রদান করল যথাক্রমে সাগরদীঘির সমাজ বার্তা পত্রিকা , কর্ণসুবর্ণ ওয়েলফেয়ার সোসাইটি ও জামায়াতে ইসলামী হিন্দ। উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন বালিয়া হাইস্কুলের যোগ্যতম প্রধান শিক্ষক আহসানুল হক মহাশয়।এই সভায় সভাপতিত্ব করেন কাবিল পুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তথা প্রাবন্ধিক মজিবুর রহমান। উপস্থিত ছিলেন সাগরদীঘি পুলিশ স্টেশনের সাব-ইন্সপেক্টর অরিন্দম সেন মহাশয় , সমাজ বার্তা পত্রিকার সম্পাদক মহ: মুস্তফা শেখ , কর্ণসুবর্ণ ওয়েলফেয়ার সোসাইটির কর্ণধার মতিউর রহমান , জামায়াতে ইসলামী হিন্দের কয়েকজন প্রতিনিধি , জেলা পরিষদের সদস্যার প্রতিনিধি অর্থাৎ সাগরদিঘীর বিশিষ্ট সমাজসেবী এহেতেসামুদ্দিন(বুজু) মহাশয় , কাবিল পুর হাই স্কুলের অন্যতম সহকারি শিক্ষক মুর্শিদ সারওয়ার জাহান, শরীফ( সুমন)মহাশয় , বিশিষ্ট শিক্ষক মোশারফ হোসেন , কাবিলপুর সিনিয়র মাদ্রাসার অবসর প্রাপ্ত শিক্ষক রুহুল আমিন , ডাক্তার মিজানুর রহমান , কাবিলপুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান আব্দুল মালেক মহাশয় , পাপিয়া মন্ডল , বিশিষ্ট শিক্ষক গোলাম কিবরিয়া , আব্দুল লতিফ , আরিফ হোসেন,ফিজিওথেরাপিস্ট ডাক্তার সালাহুদ্দিন,সাহিন হোসেন, আব্দুর রাজ্জাক প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন কৃতি ছাত্র-ছাত্রীদের অভিভাবক ও অভিভাবিকা সহ এলাকার বেশ কয়েকজন সাধারণ মানুষ। সমগ্র অনুষ্ঠানটি সুচারুরূপে সঞ্চালনা করেন মহ: মুস্তফা শেখ।