আবারও প্রমান দিলেন কলকাতা পুলিশ

    জাহির হোসেন মন্ডল, কলকাতা:  উবের এর একজন যাএী ফ্যান্সি মার্কেট এলাকাতে সেই উবের এ তার মোবাইল ফোন রেখে ভুলে নেমে পারেন। তিনি ততক্ষণাত ট্রাফিক সার্জেন্ট দের দারসস্থ হন। কলকাতা পুলিশের পাশাপাশি BT 13 ট্রাফিক পুলিশ মনোজ সাহেব দ্রুত সেই উবের ক্যাব টিকে সনাক্ত করে মোবাইল ফোনটি উদ্ধার করেন এবং সাবধানতা অবলম্বন করে মোবাইল ফোনটি যাএী ব্যাক্তিকে হস্তান্তর করেন। মোবাইল মালিক অর্থাৎ যএী টির নাম Toshi Aier,
    PROGRAMME OFFICER. CESE. DIAMAPUR. NAGALAND.