হাইকোর্টের নির্দেশে ৩০ নভেম্বর পর্যন্ত রাজ্যে আতসবাজি পোড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ

হাইকোর্টের নির্দেশে ৩০ নভেম্বর পর্যন্ত রাজ্যে আতসবাজি পোড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ

     

    নতুন গতি প্রতিবেদক : হাইকোর্টের নির্দেশে ৩০ নভেম্বর পর্যন্ত রাজ্যে আতসবাজি পোড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ। বাতাসে দূষণের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে এই রায় বলে জানা গিয়েছে।

    নির্দেশিকায় বলা হয়েছে প্রশাসনের তরফে নির্দিষ্ট ফোন নম্বর দিতে হবে বাজি সংক্রান্ত অভিযোগ জানানোর জন্য। সেই নম্বর ১২ নভেম্বরের মধ্যে চালু করতে হবে। পশ্চিমবঙ্গের পাশাপাশি দূষণের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সোমবারই দিল্লি এবং তার পার্শ্ববর্তী চার রাজ্যের কমপক্ষে ২৪টি জেলার জন্য কড়া নির্দেশ জারি হয়েছে।