|
---|
নিজস্ব সংবাদদাতা, কেশপুর: করোনা অতিমারীর কারনে দীর্ঘ আট মাস যাবত বিদ্যালয়ের পড়াশোনা বন্ধ। এই সংকট কালে বিদ্যালয়ের কচিকাঁচারা যাতে মিড ডে মিলের সামগ্রী থেকে যাতে বঞ্চিত না হয় সেইজন্য পশ্চিমবঙ্গে মুখমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুযায়ী পশ্চিমবঙ্গের সমস্ত বিদ্যালয়ে প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত লকডাউনের সঙ্কটকালে মিড ডে মিলের সামগ্রী বিতরণ করা হয়েছে। তার ব্যতিক্রম হলো না কেশপুর ১ চক্রের মুগবসান প্রাথমিক বিদ্যালয়ে। বিদ্যালয়ের প্রাক প্রাথমিক থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত প্রতিটি পড়ুয়াদের অভিভাবকদের হাতে চাল , আলু, ছোলা, সাবান, তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন, মিড ডে মিল সুপারভাইজার অভিষেক রথ, অঞ্চলের শিক্ষাবন্ধু মির্জা আব্দুল সোফি, প্রধান শিক্ষক দীপক রায়, সহ শিক্ষক কাজল সিং, মনোজ পাত্র, সুশান্ত হাজরা সহ অন্যান্যরা। বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপক রায় বলেন, সরকারী নির্দেশ অনুযায়ী সোশ্যাল দূরত্ব বজায় রেখে মিড ডে মিল সামগ্রী বিতরণ করেছি।