|
---|
নিজস্ব প্রতিনিধি; হলদিয়াঃ গতকাল কাশ্মীরে অনুপ্রবেশকারী পাকিস্তানি জঙ্গিদের দ্বারা ভারতীয় আধা সেনাদের উপর হামলার ফলে প্রায় ৫০ জন সেনা নিহত হয়। গতকাল থেকে সকল দেশবাসী সেনাদের মৃত্যু শোকে মর্মাহত। যদিও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এর বিবৃতিতে বলেছেন, “সেনাদের এই বলিদান বৃথা যাবে না।”
গতকালের এই মর্মান্তিক ঘটনার জেরে পাকিস্তানি জঙ্গিদের ধিক্কার এবং নিহত সেনাদের প্রতি শোক-শ্রদ্ধা জ্ঞাপনে “চলো পাল্টাই” অরাজনৈতিক সংগঠনের পক্ষ্য থেকে আজ পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়ার চৈতন্যপুরে এক শান্তিপূর্ণ মৌন মোমবাতি মিছিল বের হয়। স্থানীয় ক্লাব সংগঠনগুলির সদস্যরা এই মোমবাতি জ্বালিয়ে বুকে কালো ব্যাজ নিয়ে এই মিছিলে যোগ দেন। চৈতন্যপুর মার্কেট জুড় চলে এই মৌন মিছিল। মিছিলে অংশগ্রহণকারীরা শেষে চৈতন্যপুর গোলপার্কে অবস্থিত স্বাধীনতা সংগ্রামী কুমার চন্দ্র জানার মূর্তির পাদদেশে মোমবাতি জ্বালিয়ে নীরবতা পালন করে।