|
---|
আবু সালেহ মুসা, ফুরফুরা শরীফ : আজ পবিত্র জু্ম্মার নামাজের পর “ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাতের কর্নধার পীরজাদা আব্বাস সিদ্দীকি আল কোরায়েশি সাহেব গত কাল জম্মু ও কাশ্মীরের পূলওয়ামাই আধা সামরিক বাহিনীর সেনাবাহীনির কনভয়ে আত্মঘাতী সন্ত্রাসবাদী হামলার তীব্র ভাষায় নিন্দা করেন। তিনি বলেন যে ইসলাম কখনই সন্ত্রাসবাদের শিক্ষা দেয়না , ইসলাম কখনই হিংসার কথা বলেনা। ইসলাম সর্বদা শান্তি ও সম্প্রীতির কথা বলে । যারা ধর্মকে ব্যবহার করে সন্ত্রাস সৃষ্টি করে তাঁরা কখনই ধার্মিক হতে পারেনা এরা ধর্মের নামে কলঙ্ক। এক কথায় তিনি বলেন সন্ত্রাসীদের ধর্ম একমাত্র সন্ত্রাসবাদ। এরপর তিনি কেন্দ্র সরকারকে সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের কথা বলেন এবং তিনি জানান সেনাবাহিনীর নিরাপত্তা সুনিশ্চিত করার দাবি । এই কঠিন সময়ে সকল রাজনৈতিক দলকে দেশের সেনাদের পাশে থাকার জন্য আহ্বান করেন এবং যারা এই সন্ত্রাসবাদকে মদত দিচ্ছে অবিলম্বে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এছাড়াও শহীদ বীর সেনাদের আত্মার শান্তি কামনার উদ্দেশ্যে ও সকল আহতদের দ্রুত আরোগ্য কামনার জন্য মহান আল্লাহ রাব্বুল আল আমিনের নিকট দোওয়া করেন।