|
---|
আসিফ আলম, বহরমপুর :
দেশে হোক বা দেশের বাইরে কোথাও কোনো জঙ্গি হামলা হলে এ দেশের এক শ্রেণীর মানুষ মুসলিমদের জঙ্গী প্রমাণ করার জন্য উঠেপড়ে লাগে এবং মুসলিমদের গালি দিতে শুরু করে মুসলিম শালারা জঙ্গি ইত্যাদি বলে!আবার প্রশ্নই করে মুসলিমরা যদি জঙ্গি নাই হয় তাহলে বেশিরভাগ জঙ্গী গুলোই কেন মুসলিম?
যেসব জঙ্গি গুলো বর্তমান জঙ্গি কার্যকলাপ করছে এদের বেশিরভাগকে দেখলে সবাই মুসলিম ভাববে এটাই স্বাভাবিক! কারণ তারা তাদের পোশাক পরিচ্ছদ নিয়েছে মুসলিম দের মতো! আর এটা দেখেই সবাই তাদের মুসলিমের মনে করে!
মনে করুন আপনার আব্বা একজন অমুসলিম ! তিনি মাথায় টুপি, মুখে দাড়ি রেখে জঙ্গি কার্যকলাপের সঙ্গে যুক্ত হয়ে গেলেন। এবং তিনি যখন মিডিয়াতে প্রচার হয়ে গেলেন সেই অবস্থাতে মানুষ তাকে কোন ধর্মের ভাববে !? মুসলিম ভাববেন ! এটাই স্বাভাবিক! কারণ মুসলিমদের টুপি ও মুখে দাড়ি আছে তার মুখে !
ঠিক এটাই হচ্ছে মুসলিমদের সঙ্গে! মুসলিমদের নাম নিয়ে কিছু মুসলিম বিরোধী শক্তি গুলো মুসলিমদের দুর্নাম করার জন্য এই কাজগুলো করছে!
উদাহরণ হিসেবে বলা যায় IS জঙ্গিদের কথা ! এটা এখন পুরোপুরি স্পষ্ট যে, IS আমেরিকার তৈরি। এই বিষয়টা কম বেশি সবাই জানে। অথচ এরা যেহেতু মুসলিম সেজে, মুসলিমদের পোশাক পরে তাদের কাজ করছে, সেই জন্যই মুসলিমদের দুর্নাম হচ্ছে আর সবাই ভাবছে জঙ্গি গুলো মুসলিমদের মধ্যে থেকেই।
সবার মধ্যেই ভালো খারাপ আছে! তবে দু এক জনের জন্য পুরো জাতি ও ধর্মের উপর দোষ দেওয়া হচ্ছে কেন? হিটলার 60 লক্ষ ইহুদিকে হত্যা করেছিল! এখন যদি আপনি হিটলারের জন্য পুরো খ্রিস্টান জগৎকে জঙ্গী বলেন তাহলে সেটা হবে অযৌক্তিক।
ভারতের আসামে রয়েছে উলফা নামক একটি জঙ্গি সংগঠন। এর জন্য যদি আপনি পুরো হিন্দুদের জঙ্গি বলেন তাহলে এটা হবে অযুক্তিক। কিছু লোকের জন্য পুরো জাতি ও ধর্মের উপর আপনি তো দোষ দিতে পারেন না!
উদাহরণ হিসেবে আরও বলা যাই ফিলিস্তিনের কথা! সেখানকার মুসলিমরা দীর্ঘদিন থেকে ইসরাইলি জঙ্গি সেনাদের দ্বারা নির্যাতিত । সেখান কার মুসলিমরা রক্তাক্ত হচ্ছে, শিশুদের বুক ঝাঁজরা হয়ে যাচ্ছে, হাজার হাজার মেয়ে ধর্ষিত হচ্ছে!
এখন প্রশ্ন জঙ্গি সংগঠনগুলো যদি মুসলিম দের হয়ে থাকে তাহলে এরা ইসরাইলে আক্রমণ করেনা কেন ?
জঙ্গি সংগঠনগুলো যদি মুসলিম হয় তাহলে এরা বেছে বেছে মুসলিম দেশ ও জায়গাগুলোতে আক্রমণ করছে কেন?
এতে কি স্পষ্ট হয় না মুসলিমদের ধ্বংস করার জন্য মুসলিম সেজে অন্য কোন শক্তি কাজ করছে!