|
---|
হু-হু করে বাড়ছে জ্বালানি গ্যাস,পেট্রোল-ডিজেলের দাম,সাইকেল র্যালি করে প্রতিবাদ টিএমসিপির
উজির আলি,নতুন গতি,মালদা:১৪ মার্চ
হুহু করে বাড়ছে রান্নার গ্যাসের দাম। তবে সেই হারে বাড়ছে না ভর্তুকি।এর ফলে টান পড়ছে মধ্যবিত্তের পকেটে।এমনকি গ্রামাঞ্চলে নিম্নবিত্ত শ্রেনীর মানুষরা রান্নার গ্যাস বুকিং না করে মাটির উনুনেই রান্না করছে বলে দাবি তৃণমূলের।এই নিয়ে কেন্দ্রের বিজেপি সরকারের সমালোচনায় নেমেছে তৃণমূল কংগ্রেস।গ্যাসের অতিরিক্ত মূল্য ও পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধিতে সবুজ সাথী সাইকেল চালিয়ে প্রতিবাদ মিছিল করল তৃণমূল ছাত্রপরিষদ। রবিবার মালদহের চাঁচল বিধানসভা তৃণমূল ছাত্রপরিষদের উদ্যোগে রান্নার গ্যাস ও পেট্রোল ডিজেলের অত্যাধিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়।এদিন বিকেলে মালদা জেলা টিএমসিপির সাধারণ সম্পাদক বাবু সরকারের নেতৃত্বে সাইকেল মিছিল অংশ নেন শতাধিক টিএমসিপির ছাত্ররা।এছাড়াও সামিল হয়েছিলেন মালদা জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি প্রসূন রায়,মালদা জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা কামাল সহ স্থানীয় তৃণমূল কর্মীরা। এদিন চাঁচল কলেজ রোডের তরলতলা থেকে শুরু করে গোটা চাঁচল শহর সাইকেল চালিয়ে প্রতিবাদ মিছিল করা হয়।পরে নেতাজি মোড়ে একটি পথসভাও করা হয় দলীয় সূত্রে জানা গেছে।
মালদা জেলা তৃণমূল ছাত্রপরিষদের সভাপতি প্রসূন রায় বলেন,কেন্দ্রের বিজেপি সরকারের সাধারণ মানুষের জন্য কোনও ভাবনা নেই।তারা শুধু তাদের পছন্দের শিল্পপতিদের কথাই ভেবে দেশের সাধারণ মানুষদের বিপন্ন করছে।
শুধু তাই নয়, এভাবে হুঁ হুঁ করে জ্বালানী গ্যাস,পেট্রোল ও ডিজেলের দাম বেড়ে যাওয়ায় কেন্দ্রীয় সরকারকে তীব্র ভাষার আক্রমন করেন প্রসূন রায়।
এটা প্রতিবাদ নয়!ভোটের স্বার্থসিদ্ধি ও জনসংযোগ বাড়াতেই এই উদ্যোগ তৃণমূল ছাত্রপরিষদের বলে কটাক্ষ বিরোধীদের।