|
---|
নিজস্ব প্রতিনিধি, মালদা: লোকসভা নির্বাচনের পরদিন বুধবার এক সাংবাদিক বৈঠকে উত্তর মালদা লোকসভা নির্বাচন ক্ষেত্রের রতুয়ায় ২৯ টি ও চাঁচলে ২ টি বুথে পুনঃনির্বাচনের দাবি জানালেন মালদা জেলা কংগ্রেস সভাপতি- বিধায়ক মোস্তাক আলম। তবে দক্ষিণ মালদা লোকসভা ক্ষেত্রে কোন অভিযোগ শোনা যায়নি তার মুখে। এদিন জেলা কংগ্রেস কার্যালয় হায়াত ভবনে সাংবাদিক বৈঠকে মোস্তাক আলম ছাড়া ও উপস্থিত ছিলেন উত্তর মালদা লোকসভা কেন্দ্র ও দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রের প্রার্থী ইশা খান চৌধুরী ও আবু হাসেম খান চৌধুরী, ছিলেন বিধায়ক মোত্তাকিন আলম ও ভূপেন্দ্রনাথ হালদার। বৈঠকে মোস্তাক আলম দৃঢ়তার সঙ্গে বলেন লোকসভার দুটি আসনে কংগ্রেস জয়ীলাভ করবে। উত্তর মালদা আসনে ৫০ হাজারের ও বেশি ও দক্ষিণ মালদা ক্ষেত্রে কমপক্ষে দুই লক্ষ ব্যবধানে জিতবেন ও দুটি আসনে তৃতীয় স্থানে থাকবে তৃণমূল কংগ্রেস বলে মন্তব্য করেন জেলা কংগ্রেস সভাপতি। তিনি আরো বলেন, ভোট পরবর্তী হিংসা ও সংঘর্ষ যাতে না হয় সেক্ষেত্রে পুলিশ প্রশাসনকে সতর্ক থাকার আবেদন জানান। মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী ডা: মোয়াজ্জেম হোসেন প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, দুটি আসনে জিতবে মা মাটি মানুষের দল তৃণমূল কংগ্রেস।ভোট শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে বলে জানান তিনি। ভোটের পর কেউ কোন অশান্তি না করেন প্রশাসন ও সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেন।