|
---|
নিজস্ব সংবাদাতা, মালদা: গলা পচা দেহকে ঘিরে চাঞ্চল্য পুরাতন মালদার নবাবগঞ্জ এলাকায় মহানন্দা নদী ঘাটে।
মহানন্দা নদীর ঘাট থেকে এক ব্যক্তির পচা-গলা দেহ মৃত ব্যক্তির নাম জুলকার আলি (৩৯)৷ বাড়ি ইংরেজবাজার থানার নরহাট্টায়৷ জুলকার আলি ভিনরাজ্যে শ্রমিকের কাজ করেন৷ পরিবার সূত্রে, মৃতের স্ত্রী নুরেজা বিবি বলে আমার স্বামীকে খুন করা হয়েছে, হত্যাকারিদের শাস্তির দাবি করেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, জুলকার আলির বয়স( ৩৯)। বাড়ি ইংরেজ বাজার থানার নরহাট্টা বাড়ি। পরিবারের তরফে জানায় গত মঙ্গলবার ভোট দিয়ে বাড়ি থেকে বেড়িয়ে যান জুলকার আলি৷ তিনি বাড়ি ফেরেননি আর৷ বুধবার পরিবারের তরফে একটি থানায় মিসিং ডায়ারি করা হয়৷ বৃহস্পতিবার সকালে মহানন্দা নদীর ঘাটে জুলকার আলির পচা-গলা দেহ ভেসে ওঠে৷ পরিবার সহ স্থানীয় বাসিন্দাদের অনুমান, কেউ বা কারা জুলকার আলিকে মেরে নদীতে ফেলে দিয়েছে। মৃতদেহটিকে উদ্ধার করে
ময়নাতদন্তের জন্য মালদা মেডিক্যাল কলেজ হসপিটালে পাঠিয়েছে। এই ঘটনায় আপাতত একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা করে তদন্ত শুরু করা হয়েছে।