স্বেচ্ছায় রক্তদান শিবির মানববন্ধন মঞ্চের

 

    নিজস্ব সংবাদদাতা- বীরভূমের মুরারই 2 ব্লকের পাইকর থানার কুশমোড় রুরাল হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট সোসাইটির উদ্যগে সম্পূর্ণ হলো স্বেচ্ছায় রক্তদান শিবির। কুশমোড়ের কাছারি প্রাঙ্গন অঙ্গনওয়ারি কেন্দ্রে দুর্গামন্দির এর নিকট এই ক্যাম্প চালু হয় উদ্যোক্তাদের উদ্যোগে। মানববন্ধন মঞ্চের চেয়ারম্যান সেখ সাবির আহমেদ প্রশংসা করেন এই রক্ত দান শিবিরের উদ্যোগীদের। রামপুরহাট জেলা মেডিকেল কলেজ হাসপাতালে এর ব্লাড ব্যাংক টিম রক্ত সংগ্রহ করেন।

    কুশমোড় রুরাল হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট সোসাইটির সম্পাদক ফজলে এলাহী সংবাদ মাধ্যমকে জানান আমরা 2য় বার শিবির করলাম ব্লাড ব্যাঙ্ক এ রক্ত সঙ্কট এর কারনে ।সংস্থার পরিচালান কমিটির সদস্য ও মুখ্য আহ্বায়ক শুভাশিস ব্যানার্জির নেতৃত্ব এই শিবিরে প্রায় 32 জন রক্তদানকারী রক্তদান করে।