ভগবানগোলা স্টেশনে নেশাগ্রস্ত বুকিং ক্লার্ক ও প্যাসেঞ্জারের মধ্যে বচসা! বুকিং ক্লার্ক কে সাসপেন্ড করেছে রেল দপ্তর

নিজস্ব সংবাদদাতা : ২২.৮.২০২৩ রাত ১০ঃ২৫ নাগাদ ভগবানগোলার একজন প্যাসেঞ্জার মুর্শিদাবাদ ষ্টেশনের টিকিট কাউন্টারে ভগবানগোলার টিকিট চাইলে বুকিং ক্লার্ক লালগোলা ষ্টেশনের টিকিট দেয়। প্যাসেঞ্জার লালগোলার টিকিট নিতে অস্বীকার করে, কিন্তু বুকিং ক্লার্ক কোনো মতেই ভগবানগোলার টিকিট দিতে রাজি হয় নি।। তখন বুকিং ক্লার্কের সাথে বচসা বাধে।। বুকিং ক্লার্ক টিকিট ঘর থেকে বেরিয়ে এসে প্যাসেঞ্জার টি কে মারে ও গালিগালাজ করে।। এই ঘটনার কিছু অংশের ভিডিও করে ।। বুকিং ক্লার্ক নেশাগ্রস্ত অবস্থায় ছিলো।। এমতাবস্থায় RPF ও GRP ওর ফোন ছিনিয়ে নিয়ে কয়েকটি ভিডিও ডিলিট করে দেয়।। ও ঝামেলা টি মিমাংসা করে নিতে চাপ দেয়।। কিন্তু প্যাসেঞ্জার রাজি হয় নি।। সেই মহুর্তে লালগোলাগামি ট্রেন চলে আসে সে ট্রেন ধরে চলে আসে।। পুরো ঘটনা ভগবানগোলা জনকল্যাণ সমিতিকে জানায়।। রাতেই আমরা সংলিষ্ট জায়গায় অভিযোগ জানায় অভিযোগের ২০ ঘন্টার মধ্যে সেই হিন্দিভাষী বুকিং ক্লার্ক কে সাসপেন্ড করে রেল দপ্তর।।