ফেক অ্যাকাউন্ট থেকে নিহত সেনা পরিবারদের কটু মন্তব্য, অভিযোগ সাইবার ক্রাইমে!

শুভদীপ পতি; মহিষাদল: পুলওয়ামায় সেনাদের উপর জঙ্গি হামলার পর থেকেই এখনও পর্যন্ত ক্ষোভে ফুঁসছে সারা দেশ। তার ফাঁকেই ব্যতিক্রমী ভাবে কোথাও কোথাও সেনাদের বিরুদ্ধে বিদ্রুপ মন্তব্য করতে গিয়ে অনেকেই গিয়েছেন জেলে। এমনকি রেলের এক কর্মী সেনাদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে চাকরিটাও আবার খুইয়ে ফিলেছেন। এইসব খবরে এখনও শিক্ষা হয়নি সমাজের এক শ্রেণীর মানুষের।

     

    ঘটনার রেশ কাটতে না কাটতেই পূর্ব মেদিনীপুরের মহিষাদলের গড়কমলপুরের ফটো গ্রাফার যুবক বিশ্বজিৎ সিং-এর ফেসবুক থেকে ছবি সংগ্রহ করে কেউ RDX Biswajit নামে ফেক ফেসবুক অ্যাকাউন্ট বানিয়ে সেনাদের পরিবারের প্রতি যথারীতি আজেবাজে মন্তব্য করে বসেছে।

    এরপর গত ১৪/০৩/২০১৯ বৃহস্পতিবার বন্ধু বান্ধব মারফত যখন পুরো ব্যাপারটা যুবক বিশ্বজিৎ সিং-এর নজরে আসে, তখন স্বভাবতই সে অবাক হতে থাকে।

    বিশ্বজিৎ জানায়, সে এই ফেক ফেসবুক অ্যাকাউন্টের ব্যাপারে কিছুই জানে না। সে আরও বলে, যে এই কাজ করে থাকুক না কেন, মাশুল তাকে দিতেই হবে। ভারতীয় হয়ে নিজের দেশের সেনাদের এবং তাদের পরিবারের এই অপমান সে কখনোই বরদাস্ত করে না।

    এই মর্মে বিশ্বজিৎ সিং গতকাল পূর্ব মেদিনীপুর সাইবার ক্রাইম সেলে এক অভিযোগ দায়ের করে। সেই অভিযোগে সে বলে, RDX Biswajit নামের ফেসবুক অ্যাকাউন্টের সাথে তার কোনরূপ সম্পর্ক নেই। এর পাশাপাশি এই অভিযোগে সে অভিযুক্তের উপযুক্ত শাস্তিরও দাবি করেছে।