গ্রামের বিদ্যুতের দাবিতে রাস্তায় টায়ার পুড়িয়ে বিক্ষোভ গ্রামবাসীদের

    নতুন গতি, মালদা, ২২ আগস্ট: ভাদ্র মাসের কাঠফাটা গরম। তার ওপরে চারদিন ধরে এলাকায় বিদ্যুৎ নেই। ফলে সমস্যায় পড়েছেন গ্রামের আট থেকে আশি সকল গ্রামবাসী। প্রতিবাদে বৃহস্পতিবার সকালে মালদা মানিকচক রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন মিল্কি গ্রাম পঞ্চায়েতের আটগামার গ্রামবাসীরা।জানা যায়, বৃহস্পতিবার সকাল দশটা নাগাদ মিল্কি এলাকায় রাস্তায় টায়ার পুড়িয়ে বিক্ষোভ এই বিক্ষোভে সামিল হন গ্রামবাসীরা। বিক্ষোভে সামিল হন আটগামা, চৌধুরীপাড়া, সহ প্রতিবেশী বেশ কয়েকটি গ্রামের স্থানীয় বাসিন্দারা।

    তারা অভিযোগ করেন, তাদের এলাকায় চারদিন ধরে ইলেকট্রিক ট্রান্সফর্মার বিকল হয়ে রয়েছে। ফলে চারদিন ধরে তারা বিদ্যুৎ বিচ্ছিন্ন। কাঠফাটা গরমে ছোট ছোট শিশুদের নিয়ে প্রচন্ড সমস্যায় পড়েছেন তারা। বারবার বিষয়টি জানিয়েও সমস্যার সমাধান হয়নি বলে অভিযোগ করেন। প্রতিবাদে মালদা মানিকচক রাজ্য সড়কের ওপর টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান তারা। জানা প্রায় এক ঘণ্টা অবরোধ চলার পর অবশেষে মিলকি ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।