গলসিতে রেড ভলেন্টিয়ার্স ডে পালন

আজিজুর রহমান, গলসি : ২২ এপ্রিল গলসিতে রেড ভলেন্টিয়ার্স ডে পালন করলো ডিওয়াইএফআই। গলসি ২ রেড ভলেন্টিয়ার্স এর পক্ষ থেকে এদিন আদড়াহাটি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে প্রায় ১৬০ জন আউট ডোর রোগীর হাতে জলের বোতল ও কেক তুলে দেওয়া হল। হাসপাতালে ভর্তি থাকা ২৫ জন রোগীকে জল কেক, ফল ও বিস্কুট বিতরন করা হয়। কোভিড পরিস্থিতি সহ আজ পর্যন্ত রেড ভলেন্টিয়ার্স কি কি কাজ করেছে সেই বিষয়ে আলোচনা করেন ডিওয়াইএফআই এর গলসি ২ আঞ্চলিক কমিটির সম্পাদক কমরেড মনসিজ হোসেন।  এদিন হাসপাতালে কর্তব্যরত ডাক্তার ও সিস্টারদের বিশেষ সম্বর্ধনা দেওয়া রেড ভোলেনটিয়ার্স টিমের পক্ষ থেকে। মনসিজ হোসেন বলেন, কোবিডের ভয়াবহ পরিস্থিতিতে তাদের সদস্যরা কোলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলায় মানুষকে প্রানের ঝুঁকি নিয়ে পরিসেবা দিয়েছেন। বারংবার তাদের সদস্যরা খবরের শিরোনামে এসেছে। রেড ভলেন্টিয়ার্সরা সেই কাজ আজও করে যাচ্ছে। আজ রেড ভলেন্টিয়ার্স ডে তে তারা হাসপাতালে রোগিদের পাশে দাঁড়িয়েছেন। এমন ভাবে তারা মানুষের জন্য কাজ করবেন।