ভোকেশনাল শিক্ষকদের ওপর পুলিশের নির্মম লাঠি চার্জ

 

    নতুন গতি নিউজ ডেস্ক : কাজের স্থায়ীকরণ ও বেতন বৃদ্ধির দাবীতে আন্দোলনরত ভোকেশনাল শিক্ষকদের ওপর পুলিশের নির্মমভাবে লাঠি চার্জের অভিযোগ উঠলো।

    পশ্চিমবঙ্গ বৃত্তিমূলক শিক্ষক, প্রশিক্ষক ও শিক্ষাকর্মীদের ডাকে শিলিগুড়ির উত্তরকন্যায় ডেপুটেশন ও অবস্থান বিক্ষোভ কর্মসূচী গ্রহণ করা হয়েছিল সংঘটনের পক্ষ থেকে। সেই মোতাবেক রাজ্যের দার্জিলিং, জলপাইগুড়ি, মালদা সহ সাতটি জেলার ভোকেশনাল শিক্ষক ও শিক্ষাকর্মীরা মঙ্গলবার শিলিগুড়ির নৌকাঘাট মোড় থেকে মিছিল করে উত্তরকন্যার দিকে অগ্রসর হতে থাকেন।

    মিছিল তিনবাতি মোড়ে আসতেই পুলিশ তাঁদের আটকে দেয়। পুলিশের সাথে আন্দোলনকারীদের বচসা বেধে যায়। শুরু হয় ধধস্তাধস্তি। শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীরা উত্তরকন্যার দিকে বাড়তেই পুলিশ বেধড়ক লাঠি চার্জ শুরু করে তাদের ওপর। ফলে জখম হন বেশ কয়েকজন। এদের মধ্যে একজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়।
    প্রতিবাদে আন্দোলনকারীরা পথ অবরোধ শুরু করেন। পরে প্রশাসনিক আশ্বাসে পথ অবরোধ তুলে নেন।
    আন্দোলনকারীদের পক্ষে উপস্থিত রয়েছেন রাজ্য কনভেনার দেলওয়ার হোসেন, দার্জিলিং জেলা কনভেনার বিশাল সুনদাস, জয়েন্ট কনভেনার নবীন তিরওয়া, উত্তরবঙ্গ কনভেনার প্রদীপ সাহা প্রমুখ।
    বীরভূম জেলা কনভেনার হাফিজুল করিম আকবরি জানান আমাদের সহকর্মীরা শান্তি শৃঙ্খলা বজায় রেখেই ডেপুটেশন দিতে যাচ্ছিলেন। কিন্তু পুলিশ অন্যায়ভাবে আমাদের সহকর্মীদের ওপর নির্মম লাঠি চার্জ করে। এর প্রতিবাদে ধর্নায় বসেন আমাদের সহকর্মীরা। তিনি জানান বুধবার রাজ্যের অন্যান্য জায়গার সহকর্মীরাও ওই ধর্নামঞ্চে যোগ দিতে যাবেন। সরকার আমাদের দাবী না মানলে আগামীতে কালীঘাটের হাজরা মোড়ে আমরণ অনশনে বসবো।