|
---|
নতুন গতি প্রতিবেদক, বনগাঁ, ২৫ নভেম্বরঃ প্রতিবেশী কাকিমার সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল প্রতিবেশী এক যুবকের। সম্প্রতি ওই প্রতিবেশী প্রেমিক ভাইপোর সঙ্গে প্রেমের সম্পর্ক মুছে দিতে চেয়েছিল প্রেমিকা কাকিমা। আর তার জেরেই প্রেমিকা কাকিমাকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের চেষ্টা করল অভিযুক্ত ওই প্রেমিক যুবক। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগণার গোপালনগর থানার পশ্চিম দমদমা গ্রামে। জানা গেছে, বর্তমানে আক্রান্ত কাকিমা কলকাতার একটি হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। অভিযুক্ত যুবককে ইতিমধ্যেই গ্রেফতার করেছে গোপালনগর থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, ধৃত ওই যুবকের নাম সুভাষ সরকার। ধৃতের বিরুদ্ধে খুনের চেষ্টার মামলা রুজু করে ধৃতকে সোমবার বনগাঁ আদালতে তুলে দেয় পুলিশ। জানা গিয়েছে, ওই গোপালনগর থানার দমদমা গ্রামের বাসিন্দা ওই যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল প্রতিবেশী কাকিমা কামিনী সরকারের। সম্প্রতি প্রেমিকা কাকিমা ওই যুবকের প্রেমের সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চেয়েছিল। সেই মতো ওই যুবকের সঙ্গে ইদানিং যোগাযোগ বন্ধ করেছিলেন কামিনী।
এ নিয়ে অভিযুক্ত যুবকের সঙ্গে কাকিমা কামিনী সরকারের অশান্তিও চলছিল বলে জানান প্রতিবেশীরা। তার জেরেই রবিবার রাতে প্রেমিকা কাকিমাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের চেষ্টা করে অভিযুক্ত যুবক। ধারালো দা নিয়ে ওই যুবক কামিনীর বাড়িতে হাজির হয়।এর পরই অতর্কিতে কাকিমাকে ঘাড়ে মাথায় এলোপাথাড়ি কোপ দেয় অভিযুক্ত।
চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে ওই যুবকের হাত থেকে আক্রান্ত গৃহবধূকে উদ্ধার করে। রক্তাক্ত ও আশঙ্কা জনক অবস্থায় ওই মহিলাকে প্রথমে বনগাঁ হাসপাতাল পরে কলকাতায় স্থানান্তরিত করা হয়। আক্রান্তের শ্বশুরের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত যুবক সুভাষ সরকারকে রাতেই গ্রেফতার করে পুলিশ। ঘটনায় চাঞ্চল্যর সৃষ্টি হয়েছে এলাকায়। অভিযুক্ত যুবকের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানিয়েছে আক্রান্ত গৃহবধূর পরিবার।