ডাক্তার, নার্স, সাফাইকর্মীদের প্রশংসা মুখ্যমন্ত্রীর

ডাক্তার, নার্স, সাফাইকর্মীদের প্রশংসা মুখ্যমন্ত্রীর

    নতুন গতি প্রতিবেদক : গোটা দেশ লকডাউনে। কিন্তু, নিজের প্রাণের ঝুঁকি নিয়ে দেশের মানুষকে রক্ষা করছেন ডাক্তার, নার্স, সাফাইকর্মীরা। সঙ্গে রয়েছেন পুলিশ-বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরা। বারবার তাঁদের প্রশংসা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ ট্যুইট করে আবার তাঁদের জন্য সকল মানুষকে প্রশংসা করার আবেদন করলেন তিনি।

    তিনি লেখেন, ‘হৃদয় থেকে আমি ডাক্তার, নার্স, প্যারামেডিক্যাল স্টাফ, পুলিশ, সরকারি কর্মীরা, বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মী-অফিসাররা, সাফাইকর্মীরা ও ভলেন্টিয়ারদের ধন্যবাদ জানাচ্ছি। এই কঠিন সময়ে করোনার বিরুদ্ধে তাঁরা সামনে থেকে লড়াই করছেন। আপনাদের জন্য কোনও প্রশংসাই যথেষ্ট নয়। আপনাদের কর্তব্যবোধ আমাদের অনুপ্রেরণা দিচ্ছে। সমাজের জন্য আপনাদের এই অবদান আমরা সারা জীবন মনে রাখব।’

    করোনাভাইরাসের সংক্রমণ রুখতে একাধিক প্রশাসনিক পদক্ষেপ করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আবার সাধারণ নাগরিকদের সচেতন করতে নিজেই প্রায় প্রতিদিন অভিভাবকের মতো করে বুঝিয়েও চলেছেন। করোনা-দুর্যোগ চলাকালীন হাসপাতালের যে চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীরা প্রতিদিন পরিষেবা দেন, গত মঙ্গলবার নবান্নের বৈঠক সেরেই সরাসরি তাঁদের মাঝে গিয়ে উৎসাহ বাড়ানোর চেষ্টাও করেছিলেন মুখ্যমন্ত্রী। প্রশাসনের সদর দফতর থেকে রাস্তায় নেমে হাসপাতালগুলিতে গিয়ে সরেজমিনে পরিস্থিতি খতিয়ে দেখেন তিনি। সম্ভাব্য দুর্যোগের মোকাবিলায় রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামো কতখানি প্রস্তুত, তা খতিয়ে দেখার পাশাপাশি মমতা উৎসাহ দিয়ে যান ডাক্তার-নার্স-স্বাস্থ্যকর্মীদের।

    তিনি বলেন, ‘ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছেন। বাড়িওয়ালা সে জন্য তাঁকে ঢুকতে দিচ্ছেন না, এমন যেমন না হয়। আমি যেন এ রকম না শুনি। যাঁরা চিকিৎসা ব্যবস্থার সঙ্গে যুক্ত আছেন, তাঁরা নিজেদের ব্যাপারে যথেষ্ট সচেতন। এটাও মানুষকে বুঝতে হবে। জ্বর হলে সামাজিক বয়কট করবেন না। পুলিশকে খবর দিন।’