|
---|
নিজস্ব সংবাদদাতা, ডানকুনি : দুয়ারে গাছ কর্মসূচি বেশ কয়েক মাস থেকে রাজ্য জুড়ে চলছে ।৭৫তম স্বাধীনতা দিবস উপলক্ষে পার ডানকুনি পঞ্চান্নতলা প্রাইমারি স্কুলে দুয়ারে গাছ, রক্তদান শিবির ও চক্ষু পরীক্ষা শিবির পালনের মাধ্যমে স্বাধীনতা দিবস পালন করা হল সেভ ট্রি সেভ ওয়ার্ল্ড ও আদর্শ ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে। অনুষ্ঠান শুরু হয় পতাকা উত্তোলনের মাধ্যমে। এছাড়া ছোট কচি কাঁচাদের আবৃতি,নাচ,গানের মাধ্যমে সাংস্কৃতিক অনুষ্ঠান ও হয় রক্তদান শিবিরের পাশাপাশি। প্রত্যেক রক্তদাতার হাতে একটি করে গাছের চারা উপহার দেওয়া হয়। সাধারণ মানুষের হাতেও গাছের চারা তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন হুগলি জেলা সম্পাদক শেখ মাবুদ আলী,সভাপতি আবু মল্লিক, ডানকুনি থানা কমিটির সম্পাদক হরি শঙ্কর পারিয়া। সর্বভারতীয় সভাপতি আবু আজাদ, ওমেন্স গ্রিন জোনের প্রধান রেশমা খাতুন প্রমূখ। এছাড়া উপস্থিত ছিলেন ডানকুনি পৌরসভার প্রশাসক মাননীয় হাসিনা শবনম, থানার আই. সি তাপস সিনহা, টলিউড অভিনেতা অচ্যুৎ চ্যাটার্জি, বিশিষ্ট সমাজসেবক প্রকাশ রাহা ও আরও অনেকে। এলাকার মানুষ এই কর্মসূচি দেখে আপ্লুত।