|
---|
নতুন গতি, কেশপুর: ইঞ্জিনিয়ারিং বহু যুবকের স্বপ্ন। কারো কাছে ভালোবাসা তো আবার কারো কাছে আবেগ। তাই উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়ার পর বহু যুবক কারিগরি এবং তথ্যপ্রযুক্তিতে নিজেকে সমৃদ্ধ করার লক্ষ্য নিয়ে বেছে নেন ইঞ্জিনিয়ারিং শিক্ষা। আর নিজের লক্ষ্য কে বাস্তবে রূপ দিতে প্রানপন চেষ্টা চালিয়ে যান। আর যখন এই চেস্টা বাস্তবে রূপ নেয় তখন নিজেকে একজন কারিগরি এবং প্রযুক্তিগত বিদ্যার একজন প্রতিষ্ঠিত মানুষ অর্থাৎ ইঞ্জিনিয়ার হিসেবে গর্ববোধ করেন। সেই স্বপ্ন যখন পূরণ হয় তখন সাফল্যের পিছনে ছুটে ইঞ্জিনিয়াররা।
শিক্ষাবিদ, অর্থনীতিবিদ এবং বিখ্যাত সিভিল ইঞ্জিনিয়ার স্কলার মোক্ষগুণদম বিশ্বেশ্বরায়া ভারতের ইঞ্জিনিয়ারিং ফিল্ডে বিশেষ নজির সৃষ্টি করেছিলেন। ভারত রত্ন’ প্রাপ্ত এই বিখ্যাত ইঞ্জিনিয়ার ‘ফাদার অফ মডার্ন মাইসোর’ নামে পরিচিত ছিলেন। এই ইঞ্জিনিয়ারের জন্ম ১৮৬১ সালের ১৫ই সেপ্টেম্বর। বিখ্যাত এই ইঞ্জিনিয়ারকে সম্মান জানানোর জন্য ভারতে প্রতি বছর ১৫ সেপ্টেম্বর তারিখটি জাতীয় ইঞ্জিনিয়ার দিবস হিসাবে পালন করা হয়।
সারা দেশব্যাপী ইঞ্জিনিয়ার দিবস পালন করা হলো; কেশপুর ব্লক এ অতিবৃষ্টিতে চারিদিকে যখন বন্যায় মানুষ অসহায় তখন কেশপুর পঞ্চায়েত সমিতির ইঞ্জিনিয়ার রা এই বিশেষ দিনে শপথ করেন কেশপুর ব্লক কে যাহা করে বন্যামুক্ত করা যায়। এদিন সিভিল ইঞ্জিনিয়ার ভারতরত্ন স্কলার মোক্ষগুণদম বিশ্বেশ্বরায়ার মূর্তিতে মাল্যদান করে তার ১৬০তম জন্মদিন পালন করলো কেশপুর ব্লকের ইঞ্জিনিয়াররা। উপস্থিত ছিলেন কেশপুর পঞ্চায়েত সমিতির ইঞ্জিনিয়ার সৌরভ গুছাইত, তাপস পাল, তারাপদ বিষই , কেশপুর গ্রাম পঞ্চায়েতের ইঞ্জিনিয়ার সমীরণ ধর, সমাজসেবী সেখ শাহনওয়াজ সহ বিশিষ্টজন।
বুধবার কেশপুর পঞ্চায়েত সমিতির ইঞ্জিনিয়ারগণ ইঞ্জিনিয়ার ভারতরত্ন মোক্ষগুণদম বিশ্বেশ্বরায়র ভারতের ইঞ্জিনিয়ারিং ফিল্ডে যে বিশেষ নজির সৃষ্টি করেছিলেন তা তুলে ধরেন।