বীরভূম লোকসভা কেন্দ্রের তৃণমূল সাংসদ শতাব্দী রায়কে ইডি র তলব

নিশির কুমার হাজরা। বীরভূম: সারা দেশের ঢিটফানড তথা সারদা কান্ডের দুর্নীতির তদন্তে সিবিআইয়ের পাশাপাশি ইডি অফিসার ও পশ্চিমবঙ্গে তদন্তে তৎপর হয়ে উঠেছে। এক বিভাগীয় সূত্র মারফৎ জানা গিয়েছে, সিজিও কম্প্লেক্সে ডাকা হয়েছে বীরভূমের তিন বারের সাংসদ শতাব্দী রায়কে। সারদা কাণ্ডে সিবিআইয়ের পাশাপাশি তদন্তে তৎপর ইডিও। এবার জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হলো বীরভূম লোকসভা কেন্দ্রের তিনবারের জয়ী তৃণমূল সাংসদ শতাব্দী রায়কে।

    আগামী ১২ ই জুলাই তাকে সিজিও কম্প্লেক্সে হাজির হতে বলা হয়েছে বলে সূত্রে খবর। কিন্তু কেন হঠাৎ করে শতাব্দি রায়কে তলব? জানা গিয়েছে, কেন্দ্রীয় তদন্তকারী অফিসাররা জানতে পেরেছেন শতাব্দি রায় সারদার একটি সংস্থার ব্র্যান্ড এম্বাসেডর ছিলেন। ওই সংস্থার সাথে আর্থিক লেনদেন হয় বলেও দাবি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার। কি কারণে অর্থ লেনদেন হয়েছে তা সম্পর্কে বিস্তারিত জানার জন্য তলব করা হয়েছে বলে সূত্রের খবর।

    প্রসঙ্গত সারদা চিটফান্ড আর্থিক দুর্নীতির মামলায় এর আগেও শতাব্দী রায়কে তলব করা হয়েছিল। ২০১৭ সালের জুলাই মাসে তলব করা হয়েছিল তাকে। তাঁর বাড়িতে গিয়ে প্রায় ৩ ঘন্টা যাবৎ জিজ্ঞাসাবাদও চলে।
    সম্প্রতি সারদা এবং রোজভ্যালি আর্থিক দুর্নীতি নিয়ে চরম তৎপর কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই। গত শুক্রবার সিজিও কমপ্লেক্সে চিটফান্ড মামলায় হাজিরা দেন চিত্রশিল্পী শুভাপ্রসন্ন এবং প্রাক্তন সিপিআইএম নেতা লক্ষ্মণ শেঠ। সারদা চিটফান্ড মামলায় চিত্রশিল্পী শুভাপ্রসন্নরও যোগ রয়েছে বলে দাবি তদন্তকারী অফিসারদের। ঐদিন সিজিও কম্প্লেক্সে প্রায় চার ঘণ্টা জিজ্ঞাসাবাদ চলে একটি চ্যানেলের সাথে যুক্ত থাকার সুবাদে সারদার সাথে কোন আর্থিক লেনদেন রয়েছে কিনা তা খতিয়ে দেখার জন্য।