হলদিয়াতে ৬ ফুট দীর্ঘ সাপ উদ্ধার

হলদিয়া: ২৪ জুন বৃহস্পতিবার হলদিয়ার বাড়বাসুদেবপুর গ্ৰামের বিষ্ণুপদ রায়ের বাড়ির চৌবাচ্চা থেকে একটি 6ফুট দীর্ঘ কাল কেউটে (খরিসসাপ) সাপটি উদ্ধার করা হয়। উদ্ধার করে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ সুতাহাটা হলদিয়া বিজ্ঞান কেন্দ্রের পক্ষ থেকে। উদ্ধার কাজে উপস্থিত ছিলেন স্নেক ম্যান নকুল চন্দ্র ঘাঁটী ,মলয় মহাপাত্র, সুকুমার মাইতি, মণীন্দ্র নাথ গায়েন।