|
---|
নিজস্ব সংবাদদাতা : হাওড়ার সাঁকরাইল ব্লকের পাঁচ পাড়াতে অনুষ্ঠিত হল বিনামূল্যে চক্ষু পরীক্ষা অপারেশন শিবির। ট্রাস্ট এর ব্যবস্থাপনায় এই শিবির টি পরিচালনা করে এলাকার স্বনামধন্য স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান পাঁচপাড়া ফুটবল ক্লাব, কলকাতার এম.পি. বিড়লা আই ক্লিনিক ও অরবিন্দ আই হসপিটাল। এই দুটি হাসপাতালের চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার বাবুরা দুস্থ রোগীদের বিনামূল্যে চক্ষু পরীক্ষা করেন। পঞ্চম বর্ষ এই চক্ষু পরীক্ষা শিবিরের সহযোগিতায় ছিলেন নুরজাহান বেগম, আনোয়ারা বেগম। সকলকে স্বাগত জানান আয়োজকদের তরফে বাপি শেখ, লালটু মোল্লা, শহিদুল শেখ। ট্রাস্ট এর সম্পাদক শেখ রেজাউল করিম জানান, বিভিন্ন এলাকা থেকে প্রায় দেড় হাজার মানুষ এই পরিষেবা নিতে এসেছিলেন। এই মহতী উদ্যোগে সকলের সহযোগিতা পরিলক্ষিত হয়। এদিনের উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক ডা: পার্থ প্রতিম সেন, শাহীন আলম সরদার, ডেপুটি এক্সাইজ কালেক্টর হুগলি রুরাল, বাউরিয়া তাজমহল গ্রাম বিকাশ কেন্দ্রের সম্পাদক আরজাহান হালদার, সহ-সভাপতি শামসুল হুদা, শেখ সুবিদ আলী, শেখ শাহজাহান, শেখ আজিজুল ইসলাম, পশ্চিমবঙ্গ রাজ্য হজ কমিটিতে কর্মরত আবুল হোসেন মন্ডল, সভাপতি শেখ বাপি প্রমুখ। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে এদিনের চক্ষু পরীক্ষার শিবিরে যে সমস্ত রোগীদের ছানি ধরা পড়েছে তাদের এম পি বিড়লা আই ক্লিনিকে নিয়ে গিয়ে বিনামূল্যে মাইক্রো সার্জারি অপারেশন করা হবে।