|
---|
মহঃ ইব্রাহিম মন্ডল, হুগলী : পশ্চিমবঙ্গের প্রতিটি জেলায় ১লা জানুয়ারি থেকে ৮ই জানুয়ারি পর্যন্ত এক সপ্তাহ ব্যাপী প্রতিটি জেলায় ৫০ টি মসজিদে ২ টি করে আল কুরআন একাডেমীর বাংলা তরজমা কুরআনুল মাজিদ পৌঁছে দেওয়া হলো এই কর্মসূচির মূল উদ্দেশ্য।এই বিষয়ে রাজ্য কনভেনর মোহাম্মদ রাকিব হক বলেন,”আমরা নতুন বছরের প্রথম প্রথম সপ্তাহে সারা রাজ্যের ১০০০ মসজিদে অনুবাদকৃত পবিত্র কুরআন মাজীদ পৌঁছাবো, যাতে করে মানুষ অবসর সময়ে মসজিদে এসে পবিত্র কোরআন মাজিদ অর্থ সহ পরে বুঝে নিজের জীবনের কাজে লাগাতে পারে।”