গ্রাম পঞ্চায়েতের মধ্যেই পোড়ানো হল আবর্জনা

 

    শুভদীপ পতি; হলদিয়া: আইনকে বুড়ো আঙুল দেখিয়ে আবর্জনা পোড়ানোর ঘটনা ঘটল পূর্ব মেদিনীপুর জেলার সুতাহাটা ব্লকের চৈতন্যপুর গ্রাম পঞ্চায়েতের মধ্যেই। পরিবেশে এই আবর্জনা পোড়ানো বন্ধ করতে রয়েছে কঠোর আইনের ব্যবস্থা। এমনকি এই আইন ভঙ্গ করলে নগদ ২৫০০০ টাকা জরিমানার কথাও আইনে উল্লেখ রয়েছে।

    বৈজ্ঞানিক পরীক্ষায় দেখা গিয়েছে, আবর্জনায় আগুন ধরালে পরিবেশে যে ধোঁয়া ছড়িয়ে পড়ে, তা থেকে ক্যান্সারের মত মারণ রোগের জীবাণু মানব শরীরে প্রবেশ করে।

    সামান্য কয়েকদিন আগে ১৪ই মার্চ হলদিয়ার বুকে “চলো পাল্টাই” সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী এবং “পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ” একত্রিত হয়ে পরিবেশ সচেতন মূলক একগুচ্ছ বার্তা নিয়ে পদযাত্রা সহকারে গন ডেপুটেশনও জমা করেছিল হলদিয়া দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের অফিসে।

    দিনে দিনে বেড়ে চলা পরিবেশের বিভিন্ন দূষণকে নিয়ন্ত্রণ করতে যেখানে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন তাদের প্রচারে তৎপর হয়ে উঠেছে, তেমন সাড়া মেলেনি মানুষজনের থেকে। যে সমাজে আইন থেকেও তা বলবৎ হয় না, সেই সমাজে পরিবেশ সচেতনতার সাড়া মিলবে কীভাবে?

    আজকের চৈতন্যপুর গ্রাম পঞ্চায়েতের মধ্যে আগুন ধরানোর ঘটনা  পঞ্চায়েত প্রধান দুর্গা পণ্ডিত মাইতি-কে জিজ্ঞাসাবাদ করা হলে উনি দুঃখ প্রকাশ করে বলেন, অফিসের সাফাই কর্মীরা না জেনেই এমন কাজ করেছে। এমন ঘটনার যাতে পুনরাবৃত্তি না ঘটে, সেদিকে তিনি নজর রাখবেন।