|
---|
শুভ চক্রবর্তী পশ্চিম মেদিনীপুর:-পয়লা জানুয়ারি উপলক্ষে পরিবারের সদস্যদের নিয়ে আত্মীয় বাড়িতে গিয়েছিল আর সেই সুযোগেই বাড়ির ভেতর প্রবেশ করে ডাকাত দল একের পর এক আলমারির তালা ভেঙে হাতিয়ে নিয়ে যায়, লক্ষাধিক টাকা সোনা রুপোর গহনা।
ঘটনায় তীব্র চাঞ্চল্য এলাকায়। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ২ নম্বর ব্লকের চন্দ্রকোনা পৌরসভার এক নম্বর ওয়ার্ড গোলকধামপুর এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায় পয়লা জানুয়ারি উপলক্ষে পরিবারের সদস্যদের নিয়ে আত্মীয় বাড়িতে গিয়েছিল গোলকধামপুর এলাকার বাসিন্দা নিমাই সাঁতরা। বাড়িতে ছিল নিমাই সাঁতরার বয়স্ক বাবা-মা। আর সেই সুযোগ কে কাজে লাগিয়ে রবিবার রাতে বাড়ির ভেতর থাকা ছয়টি আলমারির তালা ভেঙে হাতিয়ে নিয়ে যায় লক্ষাধিক টাকা ও সোনা রুপোর গহনা। ডাকাত ঢুকেছে বুঝতে পেরেই নিমাই সাঁতরার বাবা-মা ফোনের মাধ্যমে প্রতিবেশীদের খবর দেয়। খবর পেয়ে প্রতিবেশীরা বাড়ি ঘেরাও করে। ততক্ষণে ডাকাত দলের বাকিরা পালালেও জিনিস গোছাতেই ব্যস্ত থাকায় আর পালানো হলনা এক ডাকাতের। বাড়ির ভেতরেই রয়ে যায়, ডাকাত দলের এক সদস্য। প্রতিবেশীরা উত্তম-মধ্যম দিয়ে ডাকাত দলের সদস্যকে তুলে দেয় পুলিশের হাতে।
ঘটনায় তীব্র চাঞ্চল্য এলাকায়।