|
---|
৫ ই সেপ্টেম্বর, মেদিনীপুর:: শিক্ষকদের সামাজিক দায়বদ্ধতা ও সমাজের প্রতি কর্তব্যবোধ থেকে “আমরাই প্রাথমিক শিক্ষক” জঙ্গলমহলের অবৈতনিক “অরণ্যের পাঠশালা” র ছাত্র ছাত্রীদের নিয়ে শিক্ষক দিবস পালন করলো। প্রবল বৃষ্টির মধ্যে আজ শালবনীর জঙ্গলে ঘেরা প্রান্তিক গ্রাম শুশনিবাড়ীর আদিবাসী সম্প্রদায়ের ছাত্র ছাত্রীদের শিক্ষা উপকরণ ও মিষ্টি মুখের মাধ্যমে শিক্ষক দিবস পালন করলো আমরাই প্রাথমিক শিক্ষক।
এই সংস্থার তরফে তন্ময় সিংহ ধন্যবাদ জানান ভাদুতলা ও সন্নিহিত এলাকার সমাজসেবায় যুক্ত উদ্যোগী যুবসমাজ এর সংগঠন উদীয়মান কে। আমরাই প্রাথমিক শিক্ষক এর তরফে অভিজিৎ ঘোষ বলেন যে, লোধা শবর এলাকা পীরচক ও আদিবাসী সম্প্রদায়ের এলাকা শুশনিবাড়ী তে এই সংগঠন প্রায় চল্লিশ জন ছাত্র ছাত্রীদের নিয়ে দুটি অবৈতনিক অরণ্যের পাঠশালা চালায়, সব শিশুদের হাতে আমরা রঙের বই, রঙ পেন্সিল ও ছড়ার বই তুলে দিয়েছি। উদীয়মান এর তরফে আমরাই প্রাথমিক শিক্ষক এর উপস্থিত শিক্ষকদের হাতে স্বামী বিবেকানন্দের কর্মযোগ ও কলম তুলে দিয়ে বরন করা হয়। এই উদীয়মান সংস্থাকে ও অরন্যের পাঠশালার শিক্ষক শিক্ষিকা দের সম্বর্ধিত করেন আমরাই প্রাথমিক শিক্ষক