|
---|
বাইজিদ মণ্ডল ডায়মন্ড হারবার:- হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন,তার পরই দক্ষিণ ২৪ পরগনা জেলার মধ্যে অর্থাৎ ডায়মন্ড হারবার মহকুমার মধ্যে এই প্রথম দুঃস্থ থ্যালাসেমিয়া রুগীদের সুবিধার্থে রক্তদান কর্মসূচি ও ইস্ট বেঙ্গল এবং মোহন বাগান ক্লাবের নামী দামী প্রাক্তনী ও খেলোয়ার দের নিয়ে এসডিও মাঠে ১৭ সেপ্টেম্বর রবিবার বিকালে ফুটবল প্রদর্শনী ম্যাচের আয়োজন করেন ডায়মন্ড হারবার আলিঙ্গন ক্লাব।খেলার আগে মাঠ পরিদর্শনে উপস্তিত ছিলেন ডায়মন্ড হারবার আলিঙ্গন ক্লাবের সম্পাদক সাবির আহমেদ,ও ক্রিয়া সম্পাদক বাকিবুল্লাহ সহ অন্যান্য রা। এখানে ইস্ট বেঙ্গলের খেলোওয়ার হিসেবে থাকবে রহিম নবী, আলভিটো ডিকানহা,সুভাষ চক্রবর্তী,সুব্রত পাল সহ অন্যান্য রা। এবং মোহন বাগানের হয়ে খেলবেন বিশ্বজিৎ সাহা,দীপক মণ্ডল, লাল কমল ভৌমিক,দেবব্রত রায়,সংগ্রাম মুখার্জি সহ অন্যান্য রা। প্রবেশ মূল্য অর্থক দুঃস্থ থ্যালাসেমিয়া রুগীদের অনুদান হিসেবে ১০০ টাকা,মোহন বাগান ও ইস্ট বেঙ্গল গ্যালারি ভাগ করা থাকিবে। সূত্রে খবর আলিঙ্গন ক্লাবের সম্পাদক সাবির আহমেদ খেলার শেষে উদবিগত টাকা অসহার দুঃস্থ থ্যালাসেমিয়া রুগীদের হাতে তুলে দেবেন।